ঘরের চাবি হবে কার
সঞ্চিত হয়ে আছে এই ঘরে
কত কাল কত লোকের ভিড়ে
অপরুপ সৌন্ধর্যের লীলাভূমি
যুগযুগ ধরে রক্ষিত আছে।
ভাসালে আমারে জীবনের স্রোতে
সহসা হে প্রিয় কত গৃহে পথে
লুকায়িত রয়েছে সিন্দুকের ভিতর
গৃহের এক কোণে।
সময় গেলে যাবে না পাওয়া
সকল প্রাণ টানিছে পথ পাণে।
কোন ভূলে আজ সকল ভূলে
আছি আকুল হয়ে।
সংরক্ষিত রাখা অমৃতের গোলা
সবার আড়ালে যায় কখনো ভোলা?
অথচ তালাটি ঝুলিয়ে রয়েছে।
এ নিয়ে দু’জনার ভিতর ফাটল ধরছে,
ওই ঘরের চাবি কার হবে?
আর হতে পারবে অঘাত সম্পদের মালিক।
********************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
সহ-সম্পাদক, মাসিক পল্লীকথা, গাইবান্ধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডিবেটার সাদ্দাম হোসেন ০৭/০৯/২০১৪ভালো লাগলো।
-
শিমুদা ০২/০৯/২০১৪ভাল লাগল।
-
সুরজিৎ সী ০২/০৯/২০১৪বাহ্, বেশ ভালো লাগলো।
-
মঞ্জুর হোসেন মৃদুল ০১/০৯/২০১৪বাহ ভিন্ন আমেজ পেলাম।
-
স্বপন রোজারিও(১) ০১/০৯/২০১৪ঘরের চাবি কার?
জানা আছে কার? -
আবু সাহেদ সরকার ০১/০৯/২০১৪চেষ্টা করুন চাবিটি নেওয়ার জন্য, আপনিও পেতে পারেন সম্পদের পাহাড়।