কোটি টাকার বাজি
জীবনের সার্থকতা
লাভ হয় কাজে,
বাঁধা বিপত্তি আসে
প্রতিটি ভাঁজে।
জুয়ার আসরে বসে
সপিয়া দেই মন,
চিন্তা কভু করি নাকো
যাবে ধন রতন।
ক্ষনে ক্ষনে ক্ষতি আসে
এমন দুর্দিনে,
হৃদয় ভরা হাহাকার দুঃখ নিয়ে
আসে যে সামনে।
বাড়ি-গাড়ি-সম্পদ যাবে
আরও যাবে টাকা,
প্রাণ পাখি খাঁচা ছাড়বে
হবে যে ফাঁকা।
জীবনের করুন দশা
আসে যখন বাজি,
ঘরের আসবাবপত্র বিক্রিতেও
হয়ে যাই রাজি।
****************************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
পাঠচক্র বিষয়ক সম্পাদক, গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
প্রশিক্ষক, এসসিটিসি, নরসিংদী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ৩০/০৮/২০১৪বেশ ভালো...
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৯/০৮/২০১৪দারুন ভাবনায় অনন্য এক লেখনী।
-
শিমুদা ২৯/০৮/২০১৪জীবনে টাকা পঁয়সার প্রয়োজনীয়তা কবিতায় দরুন ভাবে উদ্ধৃত হয়েছে।
ভাললেগেছে। -
আবু সাহেদ সরকার ২৯/০৮/২০১৪ভালো লাগলে অবশ্যই মন্তব্যে লিখবেন।