নিজেকে কনফিউশড মনে হয়
কতই লিখলাম মহাকাব্য
ছন্দরীতিতে সাজানো,
বক্ষব্যাধিতে মরছি ধুকে
হয়ে গেছি তাই পুরোনো।
কবির মমত্ব বুঝতে পেরেছো
এটাই যে মোর ভাগ্য,
আপসোস তাই মনের মধ্যে
হয়েছে দুরারোগ্য।
কনফিউশড নিজের মনে
বাসা বেধেঁছে বুকে,
কষ্টের আগুনে যাচ্ছি পুরে
মরছি ধুকে ধুকে।
ছন্দরীতিতে সাজানো,
বক্ষব্যাধিতে মরছি ধুকে
হয়ে গেছি তাই পুরোনো।
কবির মমত্ব বুঝতে পেরেছো
এটাই যে মোর ভাগ্য,
আপসোস তাই মনের মধ্যে
হয়েছে দুরারোগ্য।
কনফিউশড নিজের মনে
বাসা বেধেঁছে বুকে,
কষ্টের আগুনে যাচ্ছি পুরে
মরছি ধুকে ধুকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ২৫/০৮/২০১৪ভাল
-
স্বপন রোজারিও(১) ২৫/০৮/২০১৪হলে কনফিউশন
জীবনে জ্বালা দারুণ। -
ইশফাকুল মাজিদ ২৫/০৮/২০১৪ভালো লাগলো ভীষণ
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৫/০৮/২০১৪অসাধারন ভাবনা।
-
শিমুদা ২৫/০৮/২০১৪কবি মনে দুঃখ ব্যথা কনফিউশনে ফুটে উঠল।
ভাল লেগেছে । -
Shopnil Shishir(MD.Shariful Hasan) ২৫/০৮/২০১৪sonder gathuni valo laglo
-
একনিষ্ঠ অনুগত ২৫/০৮/২০১৪কনফিউজড এর স্থলে 'দ্বিধান্বিত' লিখলে আরও ভালো হত বলে মনে হচ্ছে।
ভালো লিখেছেন। -
নাবিক ২৫/০৮/২০১৪valo laglo
-
নূরুজ্জামান নাঈম ২৫/০৮/২০১৪ভাল লেগেছে।
-
আবু সাহেদ সরকার ২৫/০৮/২০১৪ভালো লাগলে অবশ্যই মন্তব্যে লিখবেন।