www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এটা লেডিস জামা যে


আমার বন্ধু, লতিফের বিয়ে আজ!
সজল ঘন রাত, বৃষ্টি টিপ টিপ করে পড়ছে।
কানন ভূমি গুলো ভিজে আছে বৃষ্টির জলে।
তবুও বের হলাম তার বাড়ীর দিকে।
পথ গুলো কাদায় আচ্ছন্ন।
আমার জামাতো টিকতেই পাড়লোনা।
শির শির বাতাস বইছে, গিয়ে পৌছলাম।
শরীরের ভেজা জামা দেখে বন্ধু বলল,
পাশের রুম থেকে পাল্টে নিতে। বাড়ীতে
চারিদিকে লোকের কোলাহল। তড়িঘড়ি করে
পাশের রুমে গেলাম আর জামাটা পাল্টালাম।
আজব কান্ড ভূলবশত আমি লেডিস জামা পড়েছি।
তার পরও খেয়ালহীন ছিলাম আমি
আমার দিকে। সবাই এক সাথে বের হলাম
ঘোর অন্ধকারে চেহারা ভালভাবে বোঝা মুশকিল।
নদীর কুল ধরে চলতে চলতে এসে গেলাম
বিয়ে বাড়ী। গেইটে লাইটের আলোয়
আমাকে পরিষ্কার চেনা যাচ্ছে। হঠাৎ দেখি
সবাই হাসতে লাগলো আমায় দেখে।
বললাম বন্ধু সবাই হাসছে কেন। বন্ধু বলল,
তুমি কি পড়েছো, কি? আরে পাগল
(এটা লেডিস জামা যে)
আমি ভিষণ লজ্জা পেলাম আর দৌড়ে বাড়ীর
ভিতরে গিয়ে একটা চাদরে জড়িয়ে ফেললাম নিজেকে...
বন্ধুর বিয়ে সমাপ্ত করলাম।

*****************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
পাঠচক্র বিষয়ক সম্পাদক, গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
নাট্যকার, তসাস থিয়েটার, গাইবান্ধা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ব্যাপার না। সবাই মজা পেয়েছ এটাই গ্রেট। ভালো লাগলো......
  • khub bhalo laglo.
  • শিমুদা ২৫/০৮/২০১৪
    কবিতা ভাল লেগেছে।
    কিছু শব্দ ভুল মনে হয়েছে । ঠিক করলে ভাল হয়।
    আজোব
    চিহারা
    আলবদ
  • Shopnil Shishir(MD.Shariful Hasan) ২৪/০৮/২০১৪
    ভাল লাগল
  • খেয়াল করে পড়লে জামা
    লজ্জায় পড়তে হবে না।
  • বেশ লাগল।
  • আবু সাহেদ সরকার ২৪/০৮/২০১৪
    ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন।
 
Quantcast