শিরোনামে আমার সুমি
ধারাবাহিকভাবে বৃষ্টি পড়ছে সকাল থেকে
সকালের শীর্ষ খবর
পৌঁছতে একটু দেরি হলো।
আমার বেদনার বালুচর জেগে উঠলো
এভাবেই কাহিনী শেষ হলো, না?
হরতাল যে গতকাল ছিল তা বোঝা মুশকিল
সুমি কে বললাম...
টকশো তে যাওয়ার প্রয়োজন নেই,
তবুও আমার বাঁধাকে ত্যাগ করে
বিকালেই বাসা থেকে বেরুলো।
টকশো থেকে ফেরার সময়
পথিমধ্যে হরতালের তান্ডব লীলা কির্তন
গোলা বারুদের সমারহ,
যেন রাজনীতির ক্রিড়া দিবস।
শেষে আমার সুমি-র জীবনকে
উৎসর্গ করে দিতে হলো তাদের তরে,
সকালের শীর্ষ খবরে আমার সুমি-র
মৃত লাশের প্রতিচ্ছবিই শিরোনাম হলো।
****************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
পাঠচক্র বিষয়ক সম্পাদক, গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
সকালের শীর্ষ খবর
পৌঁছতে একটু দেরি হলো।
আমার বেদনার বালুচর জেগে উঠলো
এভাবেই কাহিনী শেষ হলো, না?
হরতাল যে গতকাল ছিল তা বোঝা মুশকিল
সুমি কে বললাম...
টকশো তে যাওয়ার প্রয়োজন নেই,
তবুও আমার বাঁধাকে ত্যাগ করে
বিকালেই বাসা থেকে বেরুলো।
টকশো থেকে ফেরার সময়
পথিমধ্যে হরতালের তান্ডব লীলা কির্তন
গোলা বারুদের সমারহ,
যেন রাজনীতির ক্রিড়া দিবস।
শেষে আমার সুমি-র জীবনকে
উৎসর্গ করে দিতে হলো তাদের তরে,
সকালের শীর্ষ খবরে আমার সুমি-র
মৃত লাশের প্রতিচ্ছবিই শিরোনাম হলো।
****************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
পাঠচক্র বিষয়ক সম্পাদক, গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ২৪/০৮/২০১৪কঠিন বাস্তবতা...
-
আবু আফজাল মোহাঃ সালেহ ২২/০৮/২০১৪অতি বাস্তব কবিতা।
-
মঞ্জুর হোসেন মৃদুল ২২/০৮/২০১৪অনেক ভাল লাগল।
-
শিমুদা ২২/০৮/২০১৪একবি বাস্তব কবিতা। আরো কতজনকে একের পর এক খবরের শিরোনাম হতে হচ্ছে!!
কবি হৃদয়ের ক্ষত কবিতায় দারুন ভাবে প্রস্ফুটিত হয়েছে। -
স্বপন রোজারিও(১) ২২/০৮/২০১৪সুমি আমার বন্দনা
থাকবে চিরকাল নন্দনা।