বিজলী চমকে বৃষ্টি এলো দু-চোখ বেয়ে
শীতল হাওয়ায় মুক্ত আকাশে
ঘনিয়ে এলো কাল আঁধার,
হঠাৎ আমার বুক ধরফর করে উঠলো
কিছুক্ষণ পর আমার বন্ধুর ফোন এলো
আলতো করে ফোনটা কানে ধরলাম
মন চাইছিলো না ফোনটা তুলতে,
তবুও নিরাশায় ধরলাম কানে,
বন্ধু প্রথমেই কিছু না বলে প্রশ্ন করলো
তুই কেমন আছিস, ভাল বলে
কন্ঠে আওয়াজ বেরুলো আমার।
বলতে না বলতেই আস্তে করে বলে উঠলো
তোর মা-র খুব অসুখ।
আমার মন-মাথায় যেন বাঁজ পড়লো,
বাড়ির উদ্দেশ্যে বেরুলাম।
বাড়িতে ফিরেই চোখে ভেসে আসলো কান্না-র
বাণী, আমি স্থির থাকতে পারলাম না।
দৌড়ে গেলাম এবং দেখতে পেলাম
সে কেউ না, আমার আপন জনম দুঃখী মা
তৎক্ষনাৎ বিজলী চমকে বৃষ্টি এলো
আমার দু-চোখ বেয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ হাবিব বেন আব্দুস ছোবান ৩১/০৮/২০১৪
-
একনিষ্ঠ অনুগত ২৪/০৮/২০১৪ভালো লাগলো।
-
Shopnil Shishir(MD.Shariful Hasan) ২১/০৮/২০১৪vision valo laglo
-
নাবিক ২১/০৮/২০১৪কবিতাতো লাগলো ভীষণ ভালো,কবি তুমি সামনে এগিয়ে চলো|
-
পিয়ালী দত্ত ২০/০৮/২০১৪খুব ভাল...
-
মঞ্জুর হোসেন মৃদুল ২০/০৮/২০১৪বাহ বেশ লিখেছেন।
-
স্বপন রোজারিও(১) ২০/০৮/২০১৪মার মৃত্যুর ঘটনা
সুন্দর বর্ননা। -
সুশান্ত মান্না ২০/০৮/২০১৪বাকিটা নাইবা বোললেন!
-
শিমুদা ২০/০৮/২০১৪মায়ের জন্য ব্যকুলতা কবিতায় খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে।
ভাল লেগেছে।
মনে ভাসে তাহার ছবি।