মানুষ হতে চাই
আশা ছিল বড় আমার
হবো একজন মানুষ,
ভন্ডামি, লুচ্ছামি ছেড়ে দেব
হবো না কখনো সন্ত্রাস।
প্রাসাদ ছাড়বো প্রজার দুঃখে
ভরাবো তাদের মন,
খাবার না থাকলে খাবার দিয়ে
বাঁচাবো তাদের প্রাণ।
হুমকি দিবনা কাউকে আমি
মারবোনা পেটে লাথি,
বন্ধু ভাববো সবাইকে আমি
ভাববো সুখ-দুঃখের সাথি।
মিথ্যা বলা পরিহার করে
সত্য করবো জয়,
পরপারের চিন্তা থাকবে না
থাকবে না অন্তরে ভয়।
************************(ঢাকায় অবস্থানরত)
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
প্রশিক্ষক, এসসিটিসি, নরসিংদী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইমন শরীফ ০৯/০৮/২০১৪মানুষের মত মানুষ হবার প্রবল বাসনার দীপ্ত প্রকাশ। ছন্দমিলে আরো দৃষ্টি দিলে ভালো করবেন কবি।
-
কবি মোঃ ইকবাল ০৮/০৮/২০১৪বরাবরের মতো-ই অসাধারন।
-
সাইদুর রহমান ০৮/০৮/২০১৪কয়জন চায় আজ মানুষ হতে ?
সুন্দর চেতনার কবিতা।
শুভেচ্ছা নিবেন। -
আবু সাহেদ সরকার ০৮/০৮/২০১৪ভাল লাগলে অবশ্যই মন্তব্যে লিখবেন।