লাজহীন মানবী
নয়নে নয়ন রেখে আমি ভাবছি
শত শত স্মৃতি আমার মনের আয়নায়
বার বার ভেসে উঠছে।
ব্যথা আর বেদনা শুধু অনুভব করছি
তুমি আমার মমতা হত্যা করে দিলে,
তোমার নজর কি স্বার্থের দিকে?
না কি হৃষিত অলি পান করে তুমি
মনে মনে শান্তির ঠাঁই পেয়েছো?
তুমি সত্যিই উগ্র...
ফুটফুটে আদুরে প্রেম
এক নিমিশেই ভাসিয়ে দিলে
অতল দরিয়ায়।
ভালবাসার সবুজ বাগানটারে তুমি
প্রখর রোদ্র দ্বারা শুকিয়ে দিলে।
রুপালি তারা স্বচ্ছ পৃথিবীতে
তোমার মত লাজহীন মানবী
বেঁচে থাকলে চাঁদটাও তার নিজ উজ্জ্বলতা
হারিয়ে ফেলবে।
***********************************
আবু সাহেদ সরকার
পাঠচক্র বিষয়ক সম্পাদক-গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
সাধারণ সম্পাদক-পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
শত শত স্মৃতি আমার মনের আয়নায়
বার বার ভেসে উঠছে।
ব্যথা আর বেদনা শুধু অনুভব করছি
তুমি আমার মমতা হত্যা করে দিলে,
তোমার নজর কি স্বার্থের দিকে?
না কি হৃষিত অলি পান করে তুমি
মনে মনে শান্তির ঠাঁই পেয়েছো?
তুমি সত্যিই উগ্র...
ফুটফুটে আদুরে প্রেম
এক নিমিশেই ভাসিয়ে দিলে
অতল দরিয়ায়।
ভালবাসার সবুজ বাগানটারে তুমি
প্রখর রোদ্র দ্বারা শুকিয়ে দিলে।
রুপালি তারা স্বচ্ছ পৃথিবীতে
তোমার মত লাজহীন মানবী
বেঁচে থাকলে চাঁদটাও তার নিজ উজ্জ্বলতা
হারিয়ে ফেলবে।
***********************************
আবু সাহেদ সরকার
পাঠচক্র বিষয়ক সম্পাদক-গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
সাধারণ সম্পাদক-পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রামবল্লভ দাস ০৫/০৮/২০১৪
-
কবি মোঃ ইকবাল ০৪/০৮/২০১৪মুগ্ধ হলাম কবি।
-
রাধাশ্যাম জানা ০৪/০৮/২০১৪ভালই লিখেছেন…!
( উজ্জল > উজ্জ্বল ) হবে বোধহয় !