যদি খুন করতে মোরে
সেদিন ট্রেনের কামরায়...
দেখা হলো দুজনার,
হলাম প্রেমাবদ্ধ
যেন রইলাম কারাগার।
হালকা ভালোবাসার ছোঁয়া
রইলো মনের কোণে,
বাঁধবো বাসা বন্ধু তোরে লইয়া
থাকতে হয় যদিও বা বনে।
উতলা মন শুধু ব্যস্ততা
তোরে পুষে রাখতে চায়,
শেষে অন্যের হাতে হাত রাখলে
চিন্তিত মন করি হায় হায়।
ঠুনকো কাচের মত ফেললে মাটিতে
পাজোর ভেঙ্গে হলো দুভাগ,
যদি মোরে খুন করে যেতে
তবুও হতাম নাকো রাগ।
-------------------------সংক্ষিপ্ত
**********************************
আবু সাহেদ সরকার
নির্বাহী পরিচালক-কম্পিউটার সোর্স ট্রেনিং একাডেমী, গাইবান্ধা।
প্রশিক্ষক-এসসিটিসি, নরসিংদী।
দেখা হলো দুজনার,
হলাম প্রেমাবদ্ধ
যেন রইলাম কারাগার।
হালকা ভালোবাসার ছোঁয়া
রইলো মনের কোণে,
বাঁধবো বাসা বন্ধু তোরে লইয়া
থাকতে হয় যদিও বা বনে।
উতলা মন শুধু ব্যস্ততা
তোরে পুষে রাখতে চায়,
শেষে অন্যের হাতে হাত রাখলে
চিন্তিত মন করি হায় হায়।
ঠুনকো কাচের মত ফেললে মাটিতে
পাজোর ভেঙ্গে হলো দুভাগ,
যদি মোরে খুন করে যেতে
তবুও হতাম নাকো রাগ।
-------------------------সংক্ষিপ্ত
**********************************
আবু সাহেদ সরকার
নির্বাহী পরিচালক-কম্পিউটার সোর্স ট্রেনিং একাডেমী, গাইবান্ধা।
প্রশিক্ষক-এসসিটিসি, নরসিংদী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফাহমিদা ফাম্মী ৩০/০৭/২০১৪ভালো লাগলো ...
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৬/০৭/২০১৪সুন্দর ভাবনা।
-
কবি মোঃ ইকবাল ২৬/০৭/২০১৪বেশ ভালো লাগলো।
-
আসগার এইচ পারভেজ ২৬/০৭/২০১৪অনেক ভালো লাগল কবি