যৌবন পিপাসু ভ্রমর
জীবনটা মোর ফুলের পরাগ
সাঁজানো মধুর হাড়ি,
ভ্রমর বিহীন কাটবে কেমনে
ইচ্ছা জাগে সারি সারি।
কে লুটবে হাড়িটা মোর
ভরাবে যে মোর হিয়া,
রূপ যৌবন সাধন করে
করবে মোরে বিয়া।
যৌবন পিপাসু ভ্রমর গুলো
ঘোরে পুষ্পের পাশে,
গুন গুন শব্দে গান গেয়ে চলে
তাই দেখে পুষ্প সকল মিটি মিটি হাসে।
লোভটা তাদের বড়ই কঠিন
শুধুই মধুর উপর,
লুটবে তারা যে যাই বলুক
আসুক যত বৃষ্টি-ঝর।
*******************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
কার্যনির্বাহী কমিটির সদস্য, বোনারপাড়া লেখক চক্র, গাইবান্ধা।
সাঁজানো মধুর হাড়ি,
ভ্রমর বিহীন কাটবে কেমনে
ইচ্ছা জাগে সারি সারি।
কে লুটবে হাড়িটা মোর
ভরাবে যে মোর হিয়া,
রূপ যৌবন সাধন করে
করবে মোরে বিয়া।
যৌবন পিপাসু ভ্রমর গুলো
ঘোরে পুষ্পের পাশে,
গুন গুন শব্দে গান গেয়ে চলে
তাই দেখে পুষ্প সকল মিটি মিটি হাসে।
লোভটা তাদের বড়ই কঠিন
শুধুই মধুর উপর,
লুটবে তারা যে যাই বলুক
আসুক যত বৃষ্টি-ঝর।
*******************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
কার্যনির্বাহী কমিটির সদস্য, বোনারপাড়া লেখক চক্র, গাইবান্ধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মিজান মুজতবা ১৬/০৮/২০১৪চমৎকার
-
কবি মোঃ ইকবাল ২৫/০৭/২০১৪অসাধারন ভাবনায় লিখা। বেশ ভালো লাগলো কবি। শুভরাত্রি।
-
শিমুল শুভ্র ২৫/০৭/২০১৪যৌবন পিপাসু- বানান টা এই ভাবে হবে
বেশ ভালো লাগলো কবিতা টি । -
আবু সাহেদ সরকার ২৫/০৭/২০১৪ভালো লাগলে অবশ্যই মন্তব্যে লিখবেন।