তোমার বাবারই দোষ
লিখতে বসে ভাবছি শুধু
তোমার স্মৃতির কথা,
আকাশপানে রই তাকিয়ে
অনুভব করি ব্যথা।
জনমভরযে কষ্টই দিলে
অভয় দিলে মোরে,
কেমনে তোমায় আগলে রাখি
রাখি যতন করে।
বিশ্বাস ছিল তোমার বাবার উপর
দেবে তুলে মোর হাতে,
রাতের ঘুম করলো হারাম
মারলো মোরে ভাতে।
তোমার বাবার বাঁধা পেয়ে
প্রেমকে দিলে ভাসি,
রক্ষা করতে পারলে না মোরে
তাই নিজেকে দিলাম ফাঁসি।
****************************************
আবু সাহেদ সরকার
নির্বাহী পরিচালক, কম্পিউটার সোর্স ট্রেনিং একাডেমী, গাইবান্ধা।
প্রশিক্ষক, এসসিটিসি, নরসিংদী।
তোমার স্মৃতির কথা,
আকাশপানে রই তাকিয়ে
অনুভব করি ব্যথা।
জনমভরযে কষ্টই দিলে
অভয় দিলে মোরে,
কেমনে তোমায় আগলে রাখি
রাখি যতন করে।
বিশ্বাস ছিল তোমার বাবার উপর
দেবে তুলে মোর হাতে,
রাতের ঘুম করলো হারাম
মারলো মোরে ভাতে।
তোমার বাবার বাঁধা পেয়ে
প্রেমকে দিলে ভাসি,
রক্ষা করতে পারলে না মোরে
তাই নিজেকে দিলাম ফাঁসি।
****************************************
আবু সাহেদ সরকার
নির্বাহী পরিচালক, কম্পিউটার সোর্স ট্রেনিং একাডেমী, গাইবান্ধা।
প্রশিক্ষক, এসসিটিসি, নরসিংদী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ২৪/০৭/২০১৪এক কথায় অসাধারন। বেশ লিখনী।
-
আবু সাহেদ সরকার ২৪/০৭/২০১৪ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন।