সমাজের তরে তুমি
সংবাদপত্রের পাতাটা খুলতেই
শিরোনামের একটি কোণে,
তোমার নাম দেখতে পেলাম
তাই ভাবলাম আমি মনে ।
তুমি নাকি কলেজ বিজয়ী
চান্স পেয়েছো তিতুমীরে,
মায়ের মুখ করবে উজ্জল
দারিদ্র মোচন করে।
কলঙ্কিত সমাজটারে করবে উচু
মুক্তি পাবে সামাজিক ব্যাধি,
নিজ জীবনটারে বিলাবে প্রগতির পথে
সমাজে সুখের নদী বইবে নিরবধি।
সমাজদশ্যুদের করবে পতন
সভ্যতার অভিশাপ থেকে করবে মুক্তি,
শ্রমবিমুখ হবে না কখনো
শরীরে আছে যত বল-শক্তি।
সমাজের তরে বিলায়েছো প্রাণ
বাংলার তুমি সেই মেয়ে,
তোমার মত গুনমুগ্ধ নারীকে পেলে
করতো কবি বিয়ে।
************************************
আবু সাহেদ সরকার
নির্বাহী পরিচালক-সাহেদ কম্পিউটার সোর্স ট্রেনিং একাডেমী, গাইবান্ধা।
প্রশিক্ষক-এসসিটিসি, নরসিংদী।
শিরোনামের একটি কোণে,
তোমার নাম দেখতে পেলাম
তাই ভাবলাম আমি মনে ।
তুমি নাকি কলেজ বিজয়ী
চান্স পেয়েছো তিতুমীরে,
মায়ের মুখ করবে উজ্জল
দারিদ্র মোচন করে।
কলঙ্কিত সমাজটারে করবে উচু
মুক্তি পাবে সামাজিক ব্যাধি,
নিজ জীবনটারে বিলাবে প্রগতির পথে
সমাজে সুখের নদী বইবে নিরবধি।
সমাজদশ্যুদের করবে পতন
সভ্যতার অভিশাপ থেকে করবে মুক্তি,
শ্রমবিমুখ হবে না কখনো
শরীরে আছে যত বল-শক্তি।
সমাজের তরে বিলায়েছো প্রাণ
বাংলার তুমি সেই মেয়ে,
তোমার মত গুনমুগ্ধ নারীকে পেলে
করতো কবি বিয়ে।
************************************
আবু সাহেদ সরকার
নির্বাহী পরিচালক-সাহেদ কম্পিউটার সোর্স ট্রেনিং একাডেমী, গাইবান্ধা।
প্রশিক্ষক-এসসিটিসি, নরসিংদী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Shopnil Shishir(MD.Shariful Hasan) ০৪/০৮/২০১৪sundor vabe prokash koresen
-
কবি মোঃ ইকবাল ২৩/০৭/২০১৪অসাধারন ভাবনার প্রকাশ।
-
পিয়ালী দত্ত ২৩/০৭/২০১৪অসাধারন...
-
অনিক সেনগুপ্ত ২৩/০৭/২০১৪বুদ্ধিদিপ্ত চিন্তা । খুবই ভালো লেগেছে ।
-
টি আই রাজন ২৩/০৭/২০১৪বাহ! সুন্দর। নারীদের প্রতি সন্মানবোধ ভাল।
বিঃদ্রঃ- সাধু ও চলিত ভাষা মিলাইয়া ফেলিয়াছেন। ভবিষ্যতে ইহা হইতে সাবধান থাকিবেন।
চান্স, বিলাবে(ঠিক করে নেবেন) -
সুরজিৎ সী ২৩/০৭/২০১৪ভালো লাগলো
-
আবু সাহেদ সরকার ২৩/০৭/২০১৪আশাকরি সবার ভালো লাগবে।