ভালবাসায় এত বাধাঁ
(২য় খন্ড)
লুকানো প্রেম নাকি হট্টগোলে মত্ত
বিলিন হওয়ার অপেক্ষায়,
বড় একা করে দিলে।
আমার প্রাণ তোমারি তরে দিয়েছি
তাতে কার কি আসে যায়,
বাধাঁই বা পাবো কেন?
তাছাড়া থাকবেনইনা কেন
তার মনটা তোমাকেই সপেছে।
শুরুতেই এত বাধাঁ,
তবে ভালোবাসা দিবসে
যদি কারও একটু ছোঁয়া পাই
ভুলে যেতে পারি তোমার
সামান্ন স্মৃতিটুকু,
আসুক যত বাধাঁ, প্রলয়।
-------------------- সংক্ষেপিত
লুকানো প্রেম নাকি হট্টগোলে মত্ত
বিলিন হওয়ার অপেক্ষায়,
বড় একা করে দিলে।
আমার প্রাণ তোমারি তরে দিয়েছি
তাতে কার কি আসে যায়,
বাধাঁই বা পাবো কেন?
তাছাড়া থাকবেনইনা কেন
তার মনটা তোমাকেই সপেছে।
শুরুতেই এত বাধাঁ,
তবে ভালোবাসা দিবসে
যদি কারও একটু ছোঁয়া পাই
ভুলে যেতে পারি তোমার
সামান্ন স্মৃতিটুকু,
আসুক যত বাধাঁ, প্রলয়।
-------------------- সংক্ষেপিত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ২০/০৭/২০১৪অসাধারন লিখেছেন কবি। শুভরাত্রি।
-
অনিক সেনগুপ্ত ২০/০৭/২০১৪কে আছে আমাদের রুখাবে ? হ্যাঁ আছে কি কেউ ?
-
সাইদুর রহমান ২০/০৭/২০১৪খুব ভালো লিখেছেন।
অপেক্ষায় আছি ৩য় খন্ডের।
শুভ কামনা। -
আবু সাহেদ সরকার ২০/০৭/২০১৪১ম খন্ড আরও সুন্দর আসছে পরবর্তীতে।