শিয়াল পন্ডিতের করুন দশা
বনের ভিতর ঢুকতে গিয়ে
দেখলাম একটি শিয়াল,
হাঁপাতে হাঁপাতে সে
হইছে নাজেহাল।
কোথাকার কোন বানর এসে
বলে শিয়ালের কানে,
পালাও রে ভাই বন থেকে
বাঁচতে চাইলে জানে।
তুমি নাকি পন্ডিত হয়ে
খেলো সবার সাথে,
ধরা পড়ছো সবার কাছে
তোমায় ধরবে হাতে নাতে।
বাঘ মামাকেও ঠকিয়েছো
সেও আসছে তেঁড়ে,
বাঁচতে কভু পারবে নাকো
প্রাণ যে নেবে কেড়ে।
**********************************
বর্তমান বাংলার পরিস্থিতি দেখে এই কবিতাটি প্রকাশ করলাম। আশাকরি ভাল লাগবে
দেখলাম একটি শিয়াল,
হাঁপাতে হাঁপাতে সে
হইছে নাজেহাল।
কোথাকার কোন বানর এসে
বলে শিয়ালের কানে,
পালাও রে ভাই বন থেকে
বাঁচতে চাইলে জানে।
তুমি নাকি পন্ডিত হয়ে
খেলো সবার সাথে,
ধরা পড়ছো সবার কাছে
তোমায় ধরবে হাতে নাতে।
বাঘ মামাকেও ঠকিয়েছো
সেও আসছে তেঁড়ে,
বাঁচতে কভু পারবে নাকো
প্রাণ যে নেবে কেড়ে।
**********************************
বর্তমান বাংলার পরিস্থিতি দেখে এই কবিতাটি প্রকাশ করলাম। আশাকরি ভাল লাগবে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ২০/০৭/২০১৪বেশ লিখেছেন কবি। ভালো লাগা রেখে গেলাম।
-
মঞ্জুর হোসেন মৃদুল ১৯/০৭/২০১৪অনেক ভাল লেগেছে।
-
আবু সাহেদ সরকার ১৯/০৭/২০১৪আশাকরি সবার ভালো লাগবে।