ভালবাসার প্রবল আঘাত
ভালবাসা করে সবে বিয়ের পিড়িতে বসেছি
শরীরটা ভিষন জ্বর জ্বর লাগছে
থেকে থেকে গা কাপুনি দিয়ে জ্বরে পুড়ে যায়,
দুর্বল কন্ঠে ডাক দিলাম, সুমি...
আড়াল থেকে ক্ষিপ্ত কন্ঠে চেঁচিয়ে উঠলো, অ্যা...
বিয়ের আগেই ভাল ছিল প্রেম কাহিনী
বিয়ের পরে যেন সব পাল্টে গেল,
আমার ভাল বাসায় কোন খাঁদ ছিল না
তবে অসুস্থ্য হওয়ার পর
দিন দিন পাল্টে গেল সুমি।
প্রচন্ড আঘাত পেলাম হৃদয়ের কোটরে,
এই ভালবাসার প্রবল আঘাত
আমি দিন দিন সহ্য করেই চললাম।
নিজেকে নিজেই ধিক্কার দিতে থাকলাম,
অমন ভালবাসার রুপ যেন কারও না নেয়।
------------------------------------(সংক্ষেপিত)
**********************************
এ কবিতার নাম, চরিত্র, স্থান অথবা ঘটনাবলীর সাথে বাস্তবের কোন সম্পর্ক নাই।
**********************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক-পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
সহ-সম্পাদক-মাসিক পল্লীকথা, গাইবান্ধা।
নাট্যকার-তসাস থিয়েটার, গাইবান্ধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রসেনজিৎ রায় ১৯/০৭/২০১৪অসাধারন লিখেছেন কবি। শুভকামনা রইলো!
-
রফছান খাঁন ১৮/০৭/২০১৪গল্প ভেবে সময় নিয়ে পড়া শুরু করেছিলাম কিন্তু পেলাম কবিতা । সুন্দর সংক্ষেপিত ।
-
ইয়াসিন আরাফাত ১৮/০৭/২০১৪ভালোবাসা!
-
মল্লিকা রায় ১৮/০৭/২০১৪কেমন যে হল বোঝা মুশকিল
শুভেচ্ছা জানিয়ে গেলাম। -
শিমুল শুভ্র ১৮/০৭/২০১৪কাঁপুনি
বেশ ভালো লাগার মত একটি কবিতা । -
কবি মোঃ ইকবাল ১৮/০৭/২০১৪বেশ ভালো লাগলো কবি। শুভেচ্ছা জানবেন। শুভ সকাল।
-
আবু সাহেদ সরকার ১৮/০৭/২০১৪আশাকরি সবার ভালো লাগবে।