তুমি পাশেই দাড়িয়ে
আমি আর জেমস কথা বলছি
তুমি পাশেই দাড়িয়ে,
আমাকে দেখে মিটি মিটি হাসলে
আমি ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে রয়েছি।
কথা হলো দুজনার মধ্যে
তুমি পাশেই দাড়িয়ে,
আমাকে একটা চিমটি কাটলে তুমি
আমি রাগ করলাম।
জেমসের চোখ বেয়ে অশ্রু ঝরছে
তুমি পাশেই দাড়িয়ে,
শেষে তোমাকে জড়িয়ে ধরলো জেমস
তুমি সাদরে গ্রহন করলে।
আমি চিৎকার দিলাম গভীর আর্তনাদে
তুমি পাশেই দাড়িয়ে,
পরে গেলাম মাটিতে
তুমি চুপচাপ দাড়িয়ে আমার জন্য কিছুই করলে না।
****************************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক-পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
সহ-সম্পাদক-মাসিক পল্লীকথা, গাইবান্ধা।
নাট্যকার-তসাস থিয়েটার, গাইবান্ধা।
তুমি পাশেই দাড়িয়ে,
আমাকে দেখে মিটি মিটি হাসলে
আমি ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে রয়েছি।
কথা হলো দুজনার মধ্যে
তুমি পাশেই দাড়িয়ে,
আমাকে একটা চিমটি কাটলে তুমি
আমি রাগ করলাম।
জেমসের চোখ বেয়ে অশ্রু ঝরছে
তুমি পাশেই দাড়িয়ে,
শেষে তোমাকে জড়িয়ে ধরলো জেমস
তুমি সাদরে গ্রহন করলে।
আমি চিৎকার দিলাম গভীর আর্তনাদে
তুমি পাশেই দাড়িয়ে,
পরে গেলাম মাটিতে
তুমি চুপচাপ দাড়িয়ে আমার জন্য কিছুই করলে না।
****************************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক-পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
সহ-সম্পাদক-মাসিক পল্লীকথা, গাইবান্ধা।
নাট্যকার-তসাস থিয়েটার, গাইবান্ধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ১৭/০৭/২০১৪সুন্দর...
-
সুরজিৎ সী ১৭/০৭/২০১৪ভালো লাগলো।
-
আসগার এইচ পারভেজ ১৭/০৭/২০১৪ভালো লাগল
-
আবু সাহেদ সরকার ১৭/০৭/২০১৪আশাকরি সবার ভালো লাগবে।