শুধু একমুঠো অন্নের লাগি
শুধু একমুঠো অন্নের লাগি
কেঁদেছে মোর বন্ধু স্বজন।
শুধু একমুঠো অন্নের লাগি
কেঁদেছে মোর মা হারা দুই বোন।
শুধু একমুঠো অন্নের লাগি
গিয়েছি মুই অন্যের দ্বারে।
শুধু একমুঠো অন্নের লাগি
মাথার ঘাম ফেলেছি পায়ে।
শুধু একমুঠো অন্নের লাগি
স্বজনপ্রীতি ও হারিয়েছি।
শুধু একমুঠো অন্নের লাগি
হারালাম মোর সুখ পাখিটাও।
********************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক-পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
সহ-সম্পাদক-মাসিক পল্লীকথা, গাইবান্ধা।
নাট্যকার-তসাস থিয়েটার, গাইবান্ধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাহাত হোসেন ১৭/০৭/২০১৪লেখাটি পটে নকুল কুমার বিশ্বাসের ১৪ নম্বর গুদামের কথা মনে পড়ে গেল।
-
এইচ রহমান ১৬/০৭/২০১৪valo laglo
-
শিমুল শুভ্র ১৬/০৭/২০১৪অসাধারণ লেখনী -
-
কবি মোঃ ইকবাল ১৫/০৭/২০১৪বেশ সুন্দর ভাবনার লিখনী। শুভেচ্ছা জানবেন কবিবন্ধু। শুভ কামনা রইলো।
-
পিয়ালী দত্ত ১৫/০৭/২০১৪ভাল লাগা রইল...
-
সাইদুর রহমান ১৫/০৭/২০১৪আমি সততই আপনার মত মোর শব্দটি ব্যবহারের
পক্ষপাতী। কিন্তু আধুনিক কবিদের মোর মোদের ইত্যাদি
শব্দ গুলো অপছন্দ। আপনার ধারনা কি ?
সুন্দর কবিতা। অনেক শুভেচ্ছা। -
আবু সাহেদ সরকার ১৫/০৭/২০১৪আশাকরি সবার ভালো লাগবে।