রূপের ঝলক (২য় পর্ব)
আড়াল দিয়ে লুকিয়ে গেলেও
কোন লাভ কি হবে?
তোমার রূপ যে ফাটিয়া পড়িবে ভূবনে।
জানি তোমার হৃদয়টা বড় কঠিন,
চরণ রাখার ইচ্ছে পোষণ করো না তুমি
মধুর হাওয়া লাগলে তোমার হিয়ায়
তবু কি প্রাণ গলবে না?
তোমায় দেখে পথের পথিক মুগ্ধ হয়ে পরে,
না হয় আমার সাধনা নাই,
যদি তোমার কৃপার কণা একটু ঝরাও
তবেই না আমার মন ভরবে।
তুমি হাসলে যেন সোনা গলিয়া পড়িতেছে মাটিতে।
ওগো রূপসী শয়নে-স্বপনে তুমি যখন
আমার সামনে আসো তবে একটু হাসিও।
***************************************
প্রকাশঃ দৈনিক মাধুকর, দৈনিক ঘাঘট, মাসিক পল্লীকথা।
***************************************
আবু সাহেদ সরকার
সহ-সম্পাদক, মাসিক পল্লীকথা, গাইবান্ধা।
নির্বাহী সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
নাট্যকার, তসাস থিয়েটার, গাইবান্ধা।
কোন লাভ কি হবে?
তোমার রূপ যে ফাটিয়া পড়িবে ভূবনে।
জানি তোমার হৃদয়টা বড় কঠিন,
চরণ রাখার ইচ্ছে পোষণ করো না তুমি
মধুর হাওয়া লাগলে তোমার হিয়ায়
তবু কি প্রাণ গলবে না?
তোমায় দেখে পথের পথিক মুগ্ধ হয়ে পরে,
না হয় আমার সাধনা নাই,
যদি তোমার কৃপার কণা একটু ঝরাও
তবেই না আমার মন ভরবে।
তুমি হাসলে যেন সোনা গলিয়া পড়িতেছে মাটিতে।
ওগো রূপসী শয়নে-স্বপনে তুমি যখন
আমার সামনে আসো তবে একটু হাসিও।
***************************************
প্রকাশঃ দৈনিক মাধুকর, দৈনিক ঘাঘট, মাসিক পল্লীকথা।
***************************************
আবু সাহেদ সরকার
সহ-সম্পাদক, মাসিক পল্লীকথা, গাইবান্ধা।
নির্বাহী সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
নাট্যকার, তসাস থিয়েটার, গাইবান্ধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ১৪/০৭/২০১৪অসাধারন। বেশ ভালো লাগলো।
-
শিমুল শুভ্র ১৩/০৭/২০১৪বাহ!!! অসাধারণ
-
মোঃ আল-আমিন ১২/০৭/২০১৪চমৎকার উপস্থাপন, সৃজনশীল ভাবনার অন্ত প্রকাশ- সত্যিেই ভাল লাগল। ধন্যবাদ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ১২/০৭/২০১৪পড়ে না চোখের পলক
কী তোামার রূপের ঝলক.....
গানের কথা মনে পড়ে গেল আপনার কবিতা পড়ে। খুব ভালো -
আবু সাহেদ সরকার ১২/০৭/২০১৪আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।