ঘাটের মেয়ে শিখা
ও মেয়ে তোর নামটি সুধাই
বল আমারে বল,
চেহারা ছুরাত ভাবখানা ঠিক
রুপ করছে ঝলমল।
ধ্রুপতারার ন্যয় মুখখানি তোর
মেঘকাল রং কেশ,
কোমরে লইয়া মাটির কলস
দুলছো ভালই বেশ।
সে সুধালো...
নাম খানা মোর শিখা ভাইয়া
নদীর তীরে বাড়ি,
বিয়ে করতে চায় আরিফ মোরে
সে কিনে দিয়েছে শাড়ি।
মিনতি করি আর পারবো না
বলতে মনের কথা,
পানি নিতে যাচ্ছি ঘাটে
মনে রয়েছে অনেক ব্যাথা।
আবার সুধালাম...
ভাগ করি যদি দুজন মিলে
তোর আছে যত ব্যাথা,
তুই হবি মোর বন্ধু স্বজন
থাকবি অন্তরে গাঁথা।
****************************
আবু সাহেদ সরকার
পাঠক চক্র বিষয়ক সম্পাদক, গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
ও সাধারণ সম্পাদক
পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
বল আমারে বল,
চেহারা ছুরাত ভাবখানা ঠিক
রুপ করছে ঝলমল।
ধ্রুপতারার ন্যয় মুখখানি তোর
মেঘকাল রং কেশ,
কোমরে লইয়া মাটির কলস
দুলছো ভালই বেশ।
সে সুধালো...
নাম খানা মোর শিখা ভাইয়া
নদীর তীরে বাড়ি,
বিয়ে করতে চায় আরিফ মোরে
সে কিনে দিয়েছে শাড়ি।
মিনতি করি আর পারবো না
বলতে মনের কথা,
পানি নিতে যাচ্ছি ঘাটে
মনে রয়েছে অনেক ব্যাথা।
আবার সুধালাম...
ভাগ করি যদি দুজন মিলে
তোর আছে যত ব্যাথা,
তুই হবি মোর বন্ধু স্বজন
থাকবি অন্তরে গাঁথা।
****************************
আবু সাহেদ সরকার
পাঠক চক্র বিষয়ক সম্পাদক, গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
ও সাধারণ সম্পাদক
পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ০৮/০৭/২০১৪অসাধারন...
-
কবি মোঃ ইকবাল ০৮/০৭/২০১৪দারুন লিখনী। ভালো লেগেছে কবি। শুভ কামনা রইলো। শুভ রাত্রি
-
সুরজিৎ সী ০৮/০৭/২০১৪অনবদ্য!
-
রামবল্লভ দাস ০৮/০৭/২০১৪বাক্যালাপে দারুণ লাগলো । শুভ সন্ধ্যা ।
-
সাইদুর রহমান ০৮/০৭/২০১৪বেশ তো আলাপচারিতায়
সুন্দর কাব্যের সৃষ্টি। শুভেচ্ছা নিবেন। -
ভ্রান্ত পথিক ০৮/০৭/২০১৪অন্ত মিল সুন্দর একটি দৃশ্য ফুটিয়ে তুলেছেন কবিতায়, ধন্যবাদ কবি
-
মোঃ আল-আমিন ০৮/০৭/২০১৪বেশ ভাল হয়েছে। ধন্যবাদ। ভালবাসা রইল
-
Mahfuza Sultana ০৮/০৭/২০১৪ভাল লাগা পাতায় রেখে গেলাম ।