CID কলকাতা ব্যুরো
সত্য থাকবে সত্য বাঁচবে
হবে সত্যেরও জয়,
সত্যের আলোয় কাটায় আঁধার
না করে কিছুতে ভয়।
সত্যের ঘাতক অপরাধী
মৌলবাদীর সাথে,
এসো এসো CID
ধ্বংস কর তাদের।
বিশ্বাস রাখো সত্যের পথে
ভালোবাসা আর অন্যের সাথে,
প্রিয় দেশ বলে সত্য চলবে
জয় যে তোমার হবে।
আকাশে বাতাসে সত্যের গান
সূর্য কিরণে সত্যের গান,
জীবন দিয়ে যাও চালিয়ে যুদ্ধ
আমারই গান।
*********************************
সংরক্ষণে-
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
নাট্যকার, তসাস থিয়েটার, গাইবান্ধা।
হবে সত্যেরও জয়,
সত্যের আলোয় কাটায় আঁধার
না করে কিছুতে ভয়।
সত্যের ঘাতক অপরাধী
মৌলবাদীর সাথে,
এসো এসো CID
ধ্বংস কর তাদের।
বিশ্বাস রাখো সত্যের পথে
ভালোবাসা আর অন্যের সাথে,
প্রিয় দেশ বলে সত্য চলবে
জয় যে তোমার হবে।
আকাশে বাতাসে সত্যের গান
সূর্য কিরণে সত্যের গান,
জীবন দিয়ে যাও চালিয়ে যুদ্ধ
আমারই গান।
*********************************
সংরক্ষণে-
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
নাট্যকার, তসাস থিয়েটার, গাইবান্ধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোহেল রানা আশিক ২১/০৪/২০১৭ভাল লাগল
-
আবু সঈদ আহমেদ ০৮/০৭/২০১৪এবার থেকে সোনি আটে সি আই ডি কলকাতা ব্যুরো শুরুর আগে মন দিয়ে শুনবো।
-
শিমুল শুভ্র ০৮/০৭/২০১৪বাহ!!!! একেই বলে কবিতা । এটা মনে হচ্ছে আসরে দেওয়া হয় নি কবিবন্ধু ?
-
রামবল্লভ দাস ০৮/০৭/২০১৪অসম্ভব তেজ অনুভব করলাম । গায়ের রক্ত গরম হয়ে যাওয়ার মতো ।
-
সুরজিৎ সী ০৮/০৭/২০১৪সত্য বটেই।
-
মল্লিকা রায় ০৭/০৭/২০১৪আপনার কথা যেন সত্যি হয়।
-
আসগার এইচ পারভেজ ০৭/০৭/২০১৪সত্য থাকবে, সত্য বাঁচবে, হবে সত্যেরও জয়..... ঠিক!
-
এইচ রহমান ০৭/০৭/২০১৪ভাল ...কবিতা
-
সালু আলমগীর ০৭/০৭/২০১৪সুন্দর।
-
কবি মোঃ ইকবাল ০৭/০৭/২০১৪বাহ্! দারুন লাগলো কবি। অনন্য ভাবনায় লিখেছেন। খুব ভালো হয়েছে। শুভেচ্ছা রইলো।।
-
আবু সাহেদ সরকার ০৭/০৭/২০১৪গানটি কেমন লাগলো জানাবেন, পাতায়।