আমিই পাগল
বাঁধনহারা হইছে যে মন
খুঁজে পাইনা কূল,
সৌরভে মন ভরিয়া উঠেছে
হৃদয়ে আজ দিয়েছে দোল।
ঝড়ছে আমার গা বেয়ে
বৃষ্টির গগন ধারা,
দুয়ার খুলে দিয়েছে মোরে
নেই চোখে ঘুম, হইছি পাগলপাড়া।
দুঃখ, দুর্দশা, কষ্টের মাঝে
তোমায় দেখি যে পাশে,
আধাঁর রাতে প্রহর গুনি
তাকিয়ে থাকি আকাশে।
চন্দ্র-সূর্য সব দেব তারে
আনিয়া পায়ের তলে,
সোনা হয়ে যাবে সকল ভাবনা
যখন ভরবো তার প্রেমের জালে।
**************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
নাট্যকার, তসাস থিয়েটার, গাইবান্ধা।
কার্যকরী কমিটির সদস্য, বোনারপাড়া লেখকচক্র, গাইবান্ধা।
প্রশিক্ষক, এসসিটিসি, মাধবদী, নরসিংদী।
খুঁজে পাইনা কূল,
সৌরভে মন ভরিয়া উঠেছে
হৃদয়ে আজ দিয়েছে দোল।
ঝড়ছে আমার গা বেয়ে
বৃষ্টির গগন ধারা,
দুয়ার খুলে দিয়েছে মোরে
নেই চোখে ঘুম, হইছি পাগলপাড়া।
দুঃখ, দুর্দশা, কষ্টের মাঝে
তোমায় দেখি যে পাশে,
আধাঁর রাতে প্রহর গুনি
তাকিয়ে থাকি আকাশে।
চন্দ্র-সূর্য সব দেব তারে
আনিয়া পায়ের তলে,
সোনা হয়ে যাবে সকল ভাবনা
যখন ভরবো তার প্রেমের জালে।
**************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
নাট্যকার, তসাস থিয়েটার, গাইবান্ধা।
কার্যকরী কমিটির সদস্য, বোনারপাড়া লেখকচক্র, গাইবান্ধা।
প্রশিক্ষক, এসসিটিসি, মাধবদী, নরসিংদী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুল শুভ্র ০৬/০৭/২০১৪মুগ্ধ হলাম কবিতায় । অসাধারণ লাগল ।
-
এইচ রহমান ০৬/০৭/২০১৪মুগ্ধ হলাম
-
মোঃ আল-আমিন ০৫/০৭/২০১৪বাহ.........! সত্যিই মুগ্ধ হলাম। শব্দের কারুকার্জ, বাক্যের ছন্দমাখা আর হৃদয় নিংরানো কথা মালায় কবিতা পড়ে আনন্দিত হলাম। শুভেচ্ছা নিবেন। পাতায় আমন্ত্রণ রইল। ধন্যবাদ...............
-
Mahfuza Sultana ০৫/০৭/২০১৪অসাধারণ
-
কবি মোঃ ইকবাল ০৫/০৭/২০১৪বাহ্! দারুন লাগলো কবি। অনন্য ভাবনার লিখনী। খুব ভালো হয়েছে। শুভেচ্ছা রইলো।
-
রামবল্লভ দাস ০৫/০৭/২০১৪ভালো লাগলো ।।
-
আবু সাহেদ সরকার ০৫/০৭/২০১৪ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন।