ইচ্ছে চক্র
বইটা যদি হয় বন্ধু বই
সপ্তাহের পর সপ্তাহ কাছে রাখার ইচ্ছে সামলানোই যায় না।
কোটটা যদি হয় বন্ধুর কোট
গায়ে পড়ার ইচ্ছে সামলানোই যায় না।
টাকাটা যদি হয় বন্ধুর টাকা
একাধিকবার ধার চাওয়ার ইচ্ছে সামলানোই যায় না।
মটরসাইকেলটা যদি হয় বন্ধুর মটরসাইকেল
ঘুরে বেড়ানোর ইচ্ছে সামলানোই যায় না।
আবাসিকটি যদি হয় বন্ধুর আবাসিক
দু’চার দিন পর পর আড্ডা দেওয়ার ইচ্ছে সামলানোই যায় না।
মুঠোফোনটা যদি হয় বন্ধুর মুঠোফোন
ঘন্টার পর ঘন্টা কথা বলার ইচ্ছে সামলানোই যায় না।
ল্যাপটপটা যদি হয় বন্ধুর ল্যাপটপ
নেট ব্রাউজিং করার ইচ্ছে সামলানোই যায় না।
কিন্তু পথটা যদি হয় বন্ধু পথ
ওহ!...নো...প্লিজ... আমি আর নেই
কারণ বন্ধুর পথ উচু নিচু আর দূর্গম পথ।
***************************
আবু সাহেদ সরকার
নির্বাহী পরিচালক,
সাহেদ কম্পিউটার সোর্স ট্রেনিং একাডেমী, ঢাকা।
প্রশিক্ষক,
এসসিটিসি, মাধবদী, নরসিংদী।
সপ্তাহের পর সপ্তাহ কাছে রাখার ইচ্ছে সামলানোই যায় না।
কোটটা যদি হয় বন্ধুর কোট
গায়ে পড়ার ইচ্ছে সামলানোই যায় না।
টাকাটা যদি হয় বন্ধুর টাকা
একাধিকবার ধার চাওয়ার ইচ্ছে সামলানোই যায় না।
মটরসাইকেলটা যদি হয় বন্ধুর মটরসাইকেল
ঘুরে বেড়ানোর ইচ্ছে সামলানোই যায় না।
আবাসিকটি যদি হয় বন্ধুর আবাসিক
দু’চার দিন পর পর আড্ডা দেওয়ার ইচ্ছে সামলানোই যায় না।
মুঠোফোনটা যদি হয় বন্ধুর মুঠোফোন
ঘন্টার পর ঘন্টা কথা বলার ইচ্ছে সামলানোই যায় না।
ল্যাপটপটা যদি হয় বন্ধুর ল্যাপটপ
নেট ব্রাউজিং করার ইচ্ছে সামলানোই যায় না।
কিন্তু পথটা যদি হয় বন্ধু পথ
ওহ!...নো...প্লিজ... আমি আর নেই
কারণ বন্ধুর পথ উচু নিচু আর দূর্গম পথ।
***************************
আবু সাহেদ সরকার
নির্বাহী পরিচালক,
সাহেদ কম্পিউটার সোর্স ট্রেনিং একাডেমী, ঢাকা।
প্রশিক্ষক,
এসসিটিসি, মাধবদী, নরসিংদী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ০৪/০৭/২০১৪বাহ্! দারুন লাগলো সাহেদ ভাই। অনন্য ভাবনায় লিখেছেন। খুব ভালো হয়েছে। শুভেচ্ছা রইলো।
-
Mahfuza Sultana ০৪/০৭/২০১৪ভাল লাগা রেখে গেলাম।
-
আবু সাহেদ সরকার ০৪/০৭/২০১৪ভালো লাগলে অবশ্যই মন্তব্য দিবেন।