ভালোবাসায় ভাগ
আমায় পাওয়ার জন্য তুমি
থাকছো কবে থেকে,
তোমার আলো কবে তোমায়
রাখবে কখন ঢেকে।
সকাল সাঁঝে বাঁশের ফাঁকে
চরণ ধ্বনি তোমার বাঁজে,
গোপনে বাহক হৃদয় মাঝে
গেছে আমায় ডেকে।
ওগো নারী তোমায় বলি
হওনা ওতো রাগ,
তোমার ভালবাসা কাছেই রাখো
দিওনা কাউকে ভাগ।
বলার সময় এসেছে আজ
ফুরালো মোর যা ছিল কাজ,
বাতাস আসে, হে মহারাজ
তোমার গন্ধ মেখে।
*******************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
নাট্যকার, তসাস থিয়েটার, গাইবান্ধা।
বিবিএস (২য় বর্ষ) বোনারপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, গাইবান্ধা।
থাকছো কবে থেকে,
তোমার আলো কবে তোমায়
রাখবে কখন ঢেকে।
সকাল সাঁঝে বাঁশের ফাঁকে
চরণ ধ্বনি তোমার বাঁজে,
গোপনে বাহক হৃদয় মাঝে
গেছে আমায় ডেকে।
ওগো নারী তোমায় বলি
হওনা ওতো রাগ,
তোমার ভালবাসা কাছেই রাখো
দিওনা কাউকে ভাগ।
বলার সময় এসেছে আজ
ফুরালো মোর যা ছিল কাজ,
বাতাস আসে, হে মহারাজ
তোমার গন্ধ মেখে।
*******************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
নাট্যকার, তসাস থিয়েটার, গাইবান্ধা।
বিবিএস (২য় বর্ষ) বোনারপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, গাইবান্ধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আসগার এইচ পারভেজ ০৪/০৭/২০১৪সুন্দর কবিতা, ভালো লাগল...
-
রামবল্লভ দাস ০৩/০৭/২০১৪ভালো । বেশ ভালো ।
-
নূরুজ্জামান নাঈম ০৩/০৭/২০১৪ভাই, কাব্যের ছলে কথা গুলো পড়ে অনেক ভাল লাগল।
-
কবি মোঃ ইকবাল ০৩/০৭/২০১৪বাহ্! বেশ ছন্দময় লিখনী। ভালো লাগলো কবি।
-
আবু সাহেদ সরকার ০৩/০৭/২০১৪ভালো লাগলে অবশ্যই মন্তব্যে জানাবেন।