আমার বনলতা
ওগো মেয়ে না যদি কও
মুখ ফুটিয়ে কথা,
বুক ভরিয়া বইব আমি
তোমার নিরবতা।
নীরব হয়ে রইব পড়ে
রাত্রী রয় যেমন করে,
জ্বালিয়ে বাতি অন্ধকারে
ধৈর্যে অবনতা।
হবে হবে সকাল হবে
অন্ধকার যাবে কেটে,
তোমার সুর সোনার ন্যায়ে
পড়বে আকাশ ফেটে।
তখন আমার মনের বাসায়
ভরবে কি গান তোমার ভাষায়?
তোমার বাগানে ফোটাবে ফুল
আমার বনলতা।
***************************
আবু সাহেদ সরকার
নির্বাহী পরিচালক,
সাহেদ কম্পিউটার সোর্স ট্রেনিং একাডেমী, ঢাকা।
পাঠকচক্র বিষয়ক সম্পাদক, গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
নাট্যকার, তরঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ (তসাস) থিয়েটার, গাইবান্ধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ৩০/০৬/২০১৪অসাধারন...
-
আসগার এইচ পারভেজ ৩০/০৬/২০১৪দুর্দান্ত!
-
কবি মোঃ ইকবাল ৩০/০৬/২০১৪বেশ ভালো লাগলো। চমৎকার ভাবনার লিখনী। শুভ কামনা রইলো কবি।
ভালো থাকুন নিরবধি।।। -
মঞ্জুর হোসেন মৃদুল ৩০/০৬/২০১৪বাহ দারুন লাগল।
-
মল্লিকা রায় ৩০/০৬/২০১৪খুব ভালো লাগলো কবিতা।
-
শিমুল শুভ্র ৩০/০৬/২০১৪মন টা শীতল হয়ে গেলো ।