রূপের ঝলক (১ম পর্ব)
ঝরা বকুলের ফুলে
আসন বিছায়েছো নিভৃত সবুজে
শুধু তোমার চুলখানি
ঢেকে রেখো ছড়ানো সবুজের মাঠে।
একটু মৃদু হেসো তুমি
ঝলকে যেন সারা দুনিয়া মাতে।
দেখো মন্দ মধুর হাওয়া যেন গায়ে লাগেনা
তবে ঝলসে যাবে
তোমার স্বচ্ছ দেহখানি পুরে।
তোমার সুর যেন গলিয়া পড়িতেছে
এটা ক্ষনিকের জন্য বটে।
পরশমনি করে রেখ
তোমার সুর যেন স্থায়ী হয় তবে।
শ্যামল আলোয় জ্বলজ্বল করছে
তোমার চোখ,
দেখ বিষাক্ত রশ্মি যেন লাগেনা
তোমার ওই হরিণীর চোখে।
জানো? তোমার ওই হরিণী
চোখের দিকে তাকিয়ে থাকলে আমি যেন
হারিয়ে যাই সাত সমুদ্রের পাদদেশে।
***********************************
প্রকাশ-বার্ষিক সাহিত্য ম্যাগাজিন (নিভৃত সবুজ), দৈনিক ঘাঘট, দৈনিক মাধুকর।
***********************************
আবু সাহেদ সরকার
বিবিএস (২য় বর্ষ)
বোনারপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, গাইবান্ধা।
নির্বাহী পরিচালক,
সাহেদ কম্পিউটার সোর্স ট্রেনিং একাডেমী, ঢাকা।
নাট্যকার, তসাস থিয়েটার, গাইবান্ধা।
আসন বিছায়েছো নিভৃত সবুজে
শুধু তোমার চুলখানি
ঢেকে রেখো ছড়ানো সবুজের মাঠে।
একটু মৃদু হেসো তুমি
ঝলকে যেন সারা দুনিয়া মাতে।
দেখো মন্দ মধুর হাওয়া যেন গায়ে লাগেনা
তবে ঝলসে যাবে
তোমার স্বচ্ছ দেহখানি পুরে।
তোমার সুর যেন গলিয়া পড়িতেছে
এটা ক্ষনিকের জন্য বটে।
পরশমনি করে রেখ
তোমার সুর যেন স্থায়ী হয় তবে।
শ্যামল আলোয় জ্বলজ্বল করছে
তোমার চোখ,
দেখ বিষাক্ত রশ্মি যেন লাগেনা
তোমার ওই হরিণীর চোখে।
জানো? তোমার ওই হরিণী
চোখের দিকে তাকিয়ে থাকলে আমি যেন
হারিয়ে যাই সাত সমুদ্রের পাদদেশে।
***********************************
প্রকাশ-বার্ষিক সাহিত্য ম্যাগাজিন (নিভৃত সবুজ), দৈনিক ঘাঘট, দৈনিক মাধুকর।
***********************************
আবু সাহেদ সরকার
বিবিএস (২য় বর্ষ)
বোনারপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, গাইবান্ধা।
নির্বাহী পরিচালক,
সাহেদ কম্পিউটার সোর্স ট্রেনিং একাডেমী, ঢাকা।
নাট্যকার, তসাস থিয়েটার, গাইবান্ধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুল শুভ্র ২৮/০৬/২০১৪বাহ!!!! কবিতায় আরেক টু কাব্যিকতা আনলে উপমার মধ্য দিয়ে আরো ভালো লাগতো ।
-
কবি মোঃ ইকবাল ২৭/০৬/২০১৪ভালোবাসার এক অনন্য প্রকাশ। বেশ ভালো লাগলো।
-
টি আই রাজন ২৭/০৬/২০১৪বেশি দূর হারাবেন না। পরে ফেরার পথ পাবেন না।
-
আবু সাহেদ সরকার ২৭/০৬/২০১৪আশাকরি আপনাদের ভালো লাগবে।