বিদায় সম্ভাষণ
মরণ যেদিন হঠাৎ করে
আসবে দুয়ারে,
সেদিন আমি কাউকে পাবো না
পাবো না তোমারে।
আমার সোনার জীবন খানি
সামনে তার দিব আনি,
শেষ বিদায়টা জানাইও তোমরা
জানাইও আমারে।
কত শরৎ-বসন্ত গেল
কত সকাল-সন্ধ্যা হল,
জীবন খাতাটা পাল্টে যাবে
যখন মরণ আসবে দ্বারে।
আমার যত সঞ্চিত ধন
এতদিনের সব আয়োজন,
ডালার ন্যায়ে সাজিয়ে আমি
দেব উজার করে।
লেখার তারিখ-০১/০১/২০০৯ইং
******************************
প্রকাশ-দৈনিক মাধুকর, দৈনিক সমকাল, দৈনিক করতোয়া।
******************************
আবু সাহেদ সরকার
বিবিএস (২য় বর্ষ)
বোনারপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, গাইবান্ধা।
নাট্যকার,
তসাস থিয়েটার, গাইবান্ধা।
আসবে দুয়ারে,
সেদিন আমি কাউকে পাবো না
পাবো না তোমারে।
আমার সোনার জীবন খানি
সামনে তার দিব আনি,
শেষ বিদায়টা জানাইও তোমরা
জানাইও আমারে।
কত শরৎ-বসন্ত গেল
কত সকাল-সন্ধ্যা হল,
জীবন খাতাটা পাল্টে যাবে
যখন মরণ আসবে দ্বারে।
আমার যত সঞ্চিত ধন
এতদিনের সব আয়োজন,
ডালার ন্যায়ে সাজিয়ে আমি
দেব উজার করে।
লেখার তারিখ-০১/০১/২০০৯ইং
******************************
প্রকাশ-দৈনিক মাধুকর, দৈনিক সমকাল, দৈনিক করতোয়া।
******************************
আবু সাহেদ সরকার
বিবিএস (২য় বর্ষ)
বোনারপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, গাইবান্ধা।
নাট্যকার,
তসাস থিয়েটার, গাইবান্ধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মারুফা তামান্না ২৯/০৬/২০১৪ভালতো
-
সামিউল অভি ২৭/০৬/২০১৪sundor
-
মল্লিকা রায় ২৬/০৬/২০১৪অসাধারণ কথামালায় সজ্জিত কবিতা বেশ ভাল লাগলো।
-
সুরজিৎ সী ২৬/০৬/২০১৪দারুণ লেখা।
-
কবি মোঃ ইকবাল ২৬/০৬/২০১৪লিখনীটা বাস্তবতায় ঘেরা। বেশ লাগলো।
-
নূরুজ্জামান নাঈম ২৬/০৬/২০১৪প্রশংসনীয়। সত্যি ভাল হয়েছে।
-
আবু সাহেদ সরকার ২৬/০৬/২০১৪আশাকরি আপনাদের ভালো লাগবে।