একটি চাকরির খোঁজে
(১ম খন্ড)
আমি নিরীহ লোক, বাড়ি থেকে বেরিয়ে
শহরের উদ্দেশ্যে রওনা হলাম
একটি চাকরির খোঁজে।
বাবা-মা-র অনেক টাকা খরচ করেছি
লেখা-পড়া করে, শুধু
একটি চাকরির খোঁজে।
শহরের এক অফিসে গেলাম
গার্ড বলল, কোথা হতে এসেছেন ভায়া?
বললাম, আমি গ্রাম হতে এসেছি, শুধু
একটি চাকরির খোঁজে।
রিটেন পরীক্ষা দিলাম, রেজাল্ট বেরুলো
পাশ করেছি বটে, ভাইভাতে টাকার অভাবে আউট
করে দিলো আমায়। আবার বেরুলাম
একটি চাকরির খোঁজে।
-------------------------------------(সংক্ষেপিত)
*********************************
প্রকাশ-দৈনিক মাধুকর, দৈনিক ঘাঘট, মাসিক পল্লীকথা
*********************************
আবু সাহেদ সরকার
বিবিএস (২য় বর্ষ)
বোনারপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, গাইবান্ধা।
নাট্যকার,
তসাস থিয়েটার, গাইবান্ধা।
আমি নিরীহ লোক, বাড়ি থেকে বেরিয়ে
শহরের উদ্দেশ্যে রওনা হলাম
একটি চাকরির খোঁজে।
বাবা-মা-র অনেক টাকা খরচ করেছি
লেখা-পড়া করে, শুধু
একটি চাকরির খোঁজে।
শহরের এক অফিসে গেলাম
গার্ড বলল, কোথা হতে এসেছেন ভায়া?
বললাম, আমি গ্রাম হতে এসেছি, শুধু
একটি চাকরির খোঁজে।
রিটেন পরীক্ষা দিলাম, রেজাল্ট বেরুলো
পাশ করেছি বটে, ভাইভাতে টাকার অভাবে আউট
করে দিলো আমায়। আবার বেরুলাম
একটি চাকরির খোঁজে।
-------------------------------------(সংক্ষেপিত)
*********************************
প্রকাশ-দৈনিক মাধুকর, দৈনিক ঘাঘট, মাসিক পল্লীকথা
*********************************
আবু সাহেদ সরকার
বিবিএস (২য় বর্ষ)
বোনারপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, গাইবান্ধা।
নাট্যকার,
তসাস থিয়েটার, গাইবান্ধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মল্লিকা রায় ২৬/০৬/২০১৪অনবদ্য।
-
পিয়ালী দত্ত ২৫/০৬/২০১৪ভাল লাগা রইল...
-
টি আই রাজন ২৫/০৬/২০১৪পেয়েছেন?
-
-
-
-
???? -
কবি মোঃ ইকবাল ২৫/০৬/২০১৪অসাধারন লিখনী। বেশ ভালো লাগলো। শুভ কামনা রইলো।
-
আবু সাহেদ সরকার ২৫/০৬/২০১৪আশাকরি আপনাদের ভালো লাগবে।