অপমান পাওনা ছিল
যতই দুঃখ দাওনা তুমি
কর না অপমান,
আমার সেটি পাওনা ছিল
করেছো তুমি দান।
থাকি যখন ধুলার মাঝে
তোমায় ভাবি সকাল সাঁঝে,
তোমার মাঝেই বিরাজ করে
থাকি সব কাজে।
লোকে যখন ভালো বলে
যখন সুখে থাকি,
জানি মনে, তাহার মাঝে,
অনেক আছে ফাঁকি।
সেই ফাঁকিরে কাজে লাগিয়ে
ঘুরে বেড়াই মাথায় নিয়ে,
তোমার কাছে যাব এমন
সময় নাহি পাই।
*******************************
আবু সাহেদ সরকার
নির্বাহী পরিচালক,
সাহেদ কম্পিউটার সোর্স ট্রেনিং একাডেমী, ঢাকা।
পাঠকচক্র বিষয়ক সম্পাদক,
গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
নাট্যকার,
তসাস থিয়েটার, গাইবান্ধা।
কর না অপমান,
আমার সেটি পাওনা ছিল
করেছো তুমি দান।
থাকি যখন ধুলার মাঝে
তোমায় ভাবি সকাল সাঁঝে,
তোমার মাঝেই বিরাজ করে
থাকি সব কাজে।
লোকে যখন ভালো বলে
যখন সুখে থাকি,
জানি মনে, তাহার মাঝে,
অনেক আছে ফাঁকি।
সেই ফাঁকিরে কাজে লাগিয়ে
ঘুরে বেড়াই মাথায় নিয়ে,
তোমার কাছে যাব এমন
সময় নাহি পাই।
*******************************
আবু সাহেদ সরকার
নির্বাহী পরিচালক,
সাহেদ কম্পিউটার সোর্স ট্রেনিং একাডেমী, ঢাকা।
পাঠকচক্র বিষয়ক সম্পাদক,
গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
নাট্যকার,
তসাস থিয়েটার, গাইবান্ধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আসগার এইচ পারভেজ ৩০/০৬/২০১৪সুন্দর কবিতা, ভালো লাগল বেশ...
-
মল্লিকা রায় ২৫/০৬/২০১৪কবিতা ভালো লাগলো।শুভেচ্ছা রইলো।
-
কবি মোঃ ইকবাল ২৪/০৬/২০১৪বেশ সুন্দর লিখনী। শুভ কামনা রইলো। ভালো থাকুন নিরবধি।।।
-
মোঃ সোহেল মাহমুদ ২৪/০৬/২০১৪পড়ে দারুন লাগলো। শুভেচ্ছা রইলো ... আমার পাতায় আমন্ত্রণ..
-
আবু সাহেদ সরকার ২৪/০৬/২০১৪আশাকরি আপনাদের ভালো লাগবে।