www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার যে দু-হাত বাঁধা

পিছু টান দিয়ে চলে গেলে
বিদ্রোহ করতে চাইলাম তোমার জন্য কিন্তু পারলাম না,
আমার যে দু-হাত বাঁধা।

ভালোবাসলে মন দিয়ে
শেষে চলেও গেলে আমারে ছেড়ে,
কিন্তু আমার যে দু-হাত বাঁধা।

আমার দৃঢ় প্রত্যয় ছিল তোমার উপর
নির্বিচারে ফেলে দিলে সাম্রাজ্যবাদীদের দলে,
কিন্তু আমার যে দু-হাত বাঁধা।

শয়তান, নরপিশাঁচদের দল আসছে
আমাকে গ্রাস করতে, চোখ দিয়ে দেখলে অথচ কিছুই করলে না,
কিন্তু আমার যে দু-হাত বাঁধা।

শেষে বিজয়ের উল্লাস শুধু তুমিই করলে
আমার ভাগ্যে আর হলো না,
আমার যে দু-হাত বাঁধা।

**************************
আবু সাহেদ সরকার
নির্বাহী পরিচালক,
সাহেদ কম্পিউটার সোর্স ট্রেনিং একাডেমী, ঢাকা।
সাধারণ সম্পাদক,
পল্লীকথা সাহিত্য পরিষদ, সাঘাটা।
নাট্যকার,
তসাস থিয়েটার, গাইবান্ধা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃওবায় দুল হক ২০/০৬/২০১৪
    অসাধারন কবিতা!
  • কবি মোঃ ইকবাল ২০/০৬/২০১৪
    মনোমুগ্ধকর
    • আবু সাহেদ সরকার ২০/০৬/২০১৪
      আপনার সুন্দর মন্তব্যে খুশি না হয়ে আর পারলাম না।
  • নূরুজ্জামান নাঈম ২০/০৬/২০১৪
    কী মন্তব্য করব বন্ধু~
    'আমার যে দুহাত বাধা'
    কবিতা পড়ে মুগ্ধ হলাম।
  • মল্লিকা রায় ২০/০৬/২০১৪
    কবিতা খুব ভালো লাগলো কবি,শুভেচ্ছা জানিয়ে গেলাম।
  • শিমুল শুভ্র ২০/০৬/২০১৪
    উপস!!!!!! বেশ মজা পেলাম কবিতা ।
  • আবু সাহেদ সরকার ২০/০৬/২০১৪
    আশাকরি আপনাদের ভাল লাগবে।
 
Quantcast