সেই ব্রীজের ধারে
সেই ব্রীজের ধারে,
দেখা হলো এক নির্জন দুপুরে
আশেপাশে কেউ নেই,
শুধু আমি আর সে।
সেই ব্রীজের ধারে,
কথা হয়েছিলো ঠিক সকালে
চারিদিক কুয়াশায় আচ্ছন্ন,
বলতে চাইছিলাম কিন্তু লজ্জায় বলতে পারিনি।
সেই ব্রীজের ধারে,
কথা দিয়েছিলে ঘোর আঁধারে
আমি বলতেই সে বলে উঠলো
তার সাথে আমার কথা বলা
বন্ধ করে দিতে। কথা শুনে
আমি তো অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম,
প্রহর কেটে গেল।
পরদিন থেকে...
সেই ব্রীজের ধারে,
তার সাথে আর দেখা হলো না।
******************************
আবু সাহেদ সরকার
নির্বাহী পরিচালক,
সাহেদ কম্পিউটার সোর্স ট্রেনিং একাডেমী, ঢাকা।
সাধারণ সম্পাদক,
পল্লীকথা সাহিত্য পরিষদ, সাঘাটা।
পাঠকচক্র বিষয়ক সম্পাদক,
গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
দেখা হলো এক নির্জন দুপুরে
আশেপাশে কেউ নেই,
শুধু আমি আর সে।
সেই ব্রীজের ধারে,
কথা হয়েছিলো ঠিক সকালে
চারিদিক কুয়াশায় আচ্ছন্ন,
বলতে চাইছিলাম কিন্তু লজ্জায় বলতে পারিনি।
সেই ব্রীজের ধারে,
কথা দিয়েছিলে ঘোর আঁধারে
আমি বলতেই সে বলে উঠলো
তার সাথে আমার কথা বলা
বন্ধ করে দিতে। কথা শুনে
আমি তো অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম,
প্রহর কেটে গেল।
পরদিন থেকে...
সেই ব্রীজের ধারে,
তার সাথে আর দেখা হলো না।
******************************
আবু সাহেদ সরকার
নির্বাহী পরিচালক,
সাহেদ কম্পিউটার সোর্স ট্রেনিং একাডেমী, ঢাকা।
সাধারণ সম্পাদক,
পল্লীকথা সাহিত্য পরিষদ, সাঘাটা।
পাঠকচক্র বিষয়ক সম্পাদক,
গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহাদী সাগর ২২/০৬/২০১৪হা..... হা.......... ভাল হয়েছে
-
কবি মোঃ ইকবাল ১৯/০৬/২০১৪বেশ ভালো লাগলো। চমৎকার লিখনী।
-
আবু সাহেদ সরকার ১৯/০৬/২০১৪আশাকরি কবিতাটি আপনাদের ভাল লাগবে।