প্রিয় মায়ের মুখ
উচু নিচু সৌম্য লীলা ভূমিতে
গোধুলী লগ্নে, সাগর তীরের বালিতে
চিক চিক করছে প্রিয় মায়ের মুখ।
মেঘে মেঘে খেলা করছে
বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু প্রিয় মায়ের মুখ
সেখানেও প্রজ্জলিত।
বৃষ্টি এলো বলে, টিপ টিপ ফোটা পড়ছে
বৃষ্টিতে ঝরানো প্রতিটি ফোটার মধ্যে
প্রিয় মায়ের মুখ জ্বলজ্বল করছে।
সাগরের ঢেউ উপছে উঠছে বার বার
কিন্তু প্রিয় মায়ের মুখ প্রতিটি
ঢেউয়ের তালে তালে নাচছে।
জন্মভূমিতে আপন-জন ছাড়া
মা'ই দিতে পারে সুখ,
সারাক্ষণ তাই মনে আয়নায়
ভেসে উঠে প্রিয় মায়ের মুখ।
******************************
আবু সাহেদ সরকার
(বিবিএস ২য় বর্ষ) বোনারপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, গাইবান্ধা।
সাধারণ সম্পাদক,
পল্লীকথা সাহিত্য পরিষদ, সাঘাটা।
পাঠকচক্র বিষয়ক সম্পাদক,
গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
কার্যকরী কমিটির সদস্য,
বোনারপাড়া লেখকচক্র।
গোধুলী লগ্নে, সাগর তীরের বালিতে
চিক চিক করছে প্রিয় মায়ের মুখ।
মেঘে মেঘে খেলা করছে
বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু প্রিয় মায়ের মুখ
সেখানেও প্রজ্জলিত।
বৃষ্টি এলো বলে, টিপ টিপ ফোটা পড়ছে
বৃষ্টিতে ঝরানো প্রতিটি ফোটার মধ্যে
প্রিয় মায়ের মুখ জ্বলজ্বল করছে।
সাগরের ঢেউ উপছে উঠছে বার বার
কিন্তু প্রিয় মায়ের মুখ প্রতিটি
ঢেউয়ের তালে তালে নাচছে।
জন্মভূমিতে আপন-জন ছাড়া
মা'ই দিতে পারে সুখ,
সারাক্ষণ তাই মনে আয়নায়
ভেসে উঠে প্রিয় মায়ের মুখ।
******************************
আবু সাহেদ সরকার
(বিবিএস ২য় বর্ষ) বোনারপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, গাইবান্ধা।
সাধারণ সম্পাদক,
পল্লীকথা সাহিত্য পরিষদ, সাঘাটা।
পাঠকচক্র বিষয়ক সম্পাদক,
গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
কার্যকরী কমিটির সদস্য,
বোনারপাড়া লেখকচক্র।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুল শুভ্র ১৯/০৬/২০১৪উপস!!!!! অসাধারণ
-
পিয়ালী দত্ত ১৮/০৬/২০১৪ভাল লাগা রইল...
-
কবি মোঃ ইকবাল ১৮/০৬/২০১৪অনবদ্য লিখনী। অনেক ভালো লাগলো। শুভ কামনা রইলো।
-
মল্লিকা রায় ১৮/০৬/২০১৪একজনই তো আছে ভাই,দুঃখ,জ্বালা,যন্ত্রণা,বেদনায়---
-
টি আই রাজন ১৮/০৬/২০১৪সত্য মা ছাড়া পৃথিবীতে সবই ফাকা।