www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রিয় মায়ের মুখ

উচু নিচু সৌম্য লীলা ভূমিতে
গোধুলী লগ্নে, সাগর তীরের বালিতে
চিক চিক করছে প্রিয় মায়ের মুখ।

মেঘে মেঘে খেলা করছে
বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু প্রিয় মায়ের মুখ
সেখানেও প্রজ্জলিত।

বৃষ্টি এলো বলে, টিপ টিপ ফোটা পড়ছে
বৃষ্টিতে ঝরানো প্রতিটি ফোটার মধ্যে
প্রিয় মায়ের মুখ জ্বলজ্বল করছে।

সাগরের ঢেউ উপছে উঠছে বার বার
কিন্তু প্রিয় মায়ের মুখ প্রতিটি
ঢেউয়ের তালে তালে নাচছে।

জন্মভূমিতে আপন-জন ছাড়া
মা'ই দিতে পারে সুখ,
সারাক্ষণ তাই মনে আয়নায়
ভেসে উঠে প্রিয় মায়ের মুখ।


******************************
আবু সাহেদ সরকার
(বিবিএস ২য় বর্ষ) বোনারপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, গাইবান্ধা।
সাধারণ সম্পাদক,
পল্লীকথা সাহিত্য পরিষদ, সাঘাটা।
পাঠকচক্র বিষয়ক সম্পাদক,
গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
কার্যকরী কমিটির সদস্য,
বোনারপাড়া লেখকচক্র।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শিমুল শুভ্র ১৯/০৬/২০১৪
    উপস!!!!! অসাধারণ
  • পিয়ালী দত্ত ১৮/০৬/২০১৪
    ভাল লাগা রইল...
  • কবি মোঃ ইকবাল ১৮/০৬/২০১৪
    অনবদ্য লিখনী। অনেক ভালো লাগলো। শুভ কামনা রইলো।
    • আবু সাহেদ সরকার ১৯/০৬/২০১৪
      অাপনার সুন্দর মন্তব্যে খুশি হলাম কবি বন্ধু।
  • মল্লিকা রায় ১৮/০৬/২০১৪
    একজনই তো আছে ভাই,দুঃখ,জ্বালা,যন্ত্রণা,বেদনায়---
  • টি আই রাজন ১৮/০৬/২০১৪
    সত্য মা ছাড়া পৃথিবীতে সবই ফাকা।
 
Quantcast