কুয়াশাচ্ছন্ন রাত
কুয়াশাচ্ছন্ন রাত...
তুমি নব বধু সেঁজে,
আমার শয্যায় এলে
এক উদিত সূর্য্যের ন্যয়।
কুয়াশাচ্ছন্ন রাত...
তোমার সাথে বের হলাম,
কোমল ঘন আমরনে
এক প্রকৃতির অন্তপুরে।
কুয়াশাচ্ছন্ন রাত...
ঘন সবুজের আস্তরণ,
পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখবো বলে
পুষ্পের সৌরভে কোথায় হারিয়ে গেলে?
কুয়াশাচ্ছন্ন রাত...
আমার চোখ বুঁজতেই,
যেন প্রভাত লগ্ন এলো
আকাশের আবেগী আলো যেন আমায় ইশারা দিল।
******************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক,
পল্লীকথা সাহিত্য পরিষদ, সাঘাটা উপজেলা, গাইবান্ধা।
নাট্যকার,
তসাস থিয়েটার, সাঘাটা উপজেলা, গাইবান্ধা।
কার্যকরী কমিটি সদস্য,
বোনারপাড়া লেখকচক্র, সাঘাটা উপজেলা, গাইবান্ধা।
তুমি নব বধু সেঁজে,
আমার শয্যায় এলে
এক উদিত সূর্য্যের ন্যয়।
কুয়াশাচ্ছন্ন রাত...
তোমার সাথে বের হলাম,
কোমল ঘন আমরনে
এক প্রকৃতির অন্তপুরে।
কুয়াশাচ্ছন্ন রাত...
ঘন সবুজের আস্তরণ,
পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখবো বলে
পুষ্পের সৌরভে কোথায় হারিয়ে গেলে?
কুয়াশাচ্ছন্ন রাত...
আমার চোখ বুঁজতেই,
যেন প্রভাত লগ্ন এলো
আকাশের আবেগী আলো যেন আমায় ইশারা দিল।
******************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক,
পল্লীকথা সাহিত্য পরিষদ, সাঘাটা উপজেলা, গাইবান্ধা।
নাট্যকার,
তসাস থিয়েটার, সাঘাটা উপজেলা, গাইবান্ধা।
কার্যকরী কমিটি সদস্য,
বোনারপাড়া লেখকচক্র, সাঘাটা উপজেলা, গাইবান্ধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জোছনা ভেজা মন ১৭/০৬/২০১৪Asadharon hoyeche
-
কবি মোঃ ইকবাল ১৬/০৬/২০১৪অনন্য ভাবনার একটি চমৎকার লিখনী। শুভেচ্ছা কবি
-
এস ইসলাম ১৬/০৬/২০১৪বেশ ভালো লাগলো
-
মোঃজাহেদ হোসেন ১৬/০৬/২০১৪সুন্দর প্রকাশ
-
Subhasis ১৬/০৬/২০১৪bhalo laglo.
-
মোঃ সোহেল মাহমুদ ১৬/০৬/২০১৪দারুন লিখেছেন। আমন্ত্রণ পাতায়...