মাথা গোঁজার ঠাঁই যদি পাই
ঘুমানোর জায়গা খুঁজছি
ফুটপাতে ঘুমালেও একটু বকুটি
আর গালি খেতে হয়,
তবুও তৃপ্তি নাহি কপালে জোটে
মাথা গোঁজার ঠাঁই যদি পাই।
রেললাইনের ধারে ছোট কুটির ছিল
ইঞ্জিনের ধাক্কা আর
আকস্মিক বজ্রপাতে সেটিও হারিয়েছি।
বড় ক্ষুধার্ত, তৃষ্ণার্ত শরীরটা
দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে
হৃদয়কে শান্তনা দেয়ার মত
কোন সহধর্মি, প্রতিভাবান মানব-মানবী
জগতে খুঁজে পেলাম না।
নির্মম পরিণতি হয়তো ঘনিয়ে এসেছে
আমার অকাল জীবনের তরে।
**********************************
আবু সাহেদ সরকার
নির্বাহী পরিচালক,
সাহেদ কম্পিউটার সোর্স ট্রেনিং একাডেমী, ঢাকা।
পাঠকচক্র বিষয়ক সম্পাদক
গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
নাট্যকার,
তরঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ (তসাস) থিয়েটার।
ফুটপাতে ঘুমালেও একটু বকুটি
আর গালি খেতে হয়,
তবুও তৃপ্তি নাহি কপালে জোটে
মাথা গোঁজার ঠাঁই যদি পাই।
রেললাইনের ধারে ছোট কুটির ছিল
ইঞ্জিনের ধাক্কা আর
আকস্মিক বজ্রপাতে সেটিও হারিয়েছি।
বড় ক্ষুধার্ত, তৃষ্ণার্ত শরীরটা
দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে
হৃদয়কে শান্তনা দেয়ার মত
কোন সহধর্মি, প্রতিভাবান মানব-মানবী
জগতে খুঁজে পেলাম না।
নির্মম পরিণতি হয়তো ঘনিয়ে এসেছে
আমার অকাল জীবনের তরে।
**********************************
আবু সাহেদ সরকার
নির্বাহী পরিচালক,
সাহেদ কম্পিউটার সোর্স ট্রেনিং একাডেমী, ঢাকা।
পাঠকচক্র বিষয়ক সম্পাদক
গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
নাট্যকার,
তরঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ (তসাস) থিয়েটার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রূপক বিধৌত সাধু ১৫/০৬/২০১৪ভাই, মায়া লাগলো।
-
Mahfuza Sultana ১৫/০৬/২০১৪*******
অনেক ভালো লাগলো !
******* -
শিমুল শুভ্র ১৫/০৬/২০১৪মনে হচ্ছে আগে ও একবার পড়েছি ভালো লাগলো ।
-
অমর কাব্য ১৪/০৬/২০১৪অাসাধারন কবিতা
-
সুরজিৎ সী ১৪/০৬/২০১৪খুবই সুন্দর কবিতা ।
-
টি আই রাজন ১৪/০৬/২০১৪হতাশ হচ্ছেন কেন। হতাশার বাগানে নাকি ফুল ফোটে না।আমার আজকের বুনোহাসে আমন্ত্রণ।
-
কবি মোঃ ইকবাল ১৪/০৬/২০১৪অসাধারন লিখনী।