অবশেষে কবিতা
বেদনার নীল পাহাড়কে ঘিরে
কুয়াশাচ্ছন্ন দেখছি চারিদিকে,
দেখতে চাইলাম ওই বদনখানীর দৃশ্য
শুধু ধু ধু মরুভূমি বাঁধছে এই বুকে।
সময়ের অহর্নিশ ধারা
চলছে বয়ে নিরবধী,
চুপি চুপি দুঃখাকুল মন
ভোজনালয়ে ভোজন করে শুধুই কাঁদি।
বিষন্ন আমি তোমারি কারণে
ভ্রান্তির পথে পরে,
হারিয়ে ফেলেছি স্বপ্ন স্মৃতি
নিয়েছো চুরি করে।
নিস্তেজ হয়েছে বোধগম্য
অদৃশ্য করেছো কথা,
পেলাম না খুঁজে প্রত্যয়টুকু
লিখলাম, অবশেষে কবিতা।
****************************
প্রকাশ-দৈনিক মাধুকর, দৈনিক ঘাঘট, মাসিক পল্লীকথা।
কুয়াশাচ্ছন্ন দেখছি চারিদিকে,
দেখতে চাইলাম ওই বদনখানীর দৃশ্য
শুধু ধু ধু মরুভূমি বাঁধছে এই বুকে।
সময়ের অহর্নিশ ধারা
চলছে বয়ে নিরবধী,
চুপি চুপি দুঃখাকুল মন
ভোজনালয়ে ভোজন করে শুধুই কাঁদি।
বিষন্ন আমি তোমারি কারণে
ভ্রান্তির পথে পরে,
হারিয়ে ফেলেছি স্বপ্ন স্মৃতি
নিয়েছো চুরি করে।
নিস্তেজ হয়েছে বোধগম্য
অদৃশ্য করেছো কথা,
পেলাম না খুঁজে প্রত্যয়টুকু
লিখলাম, অবশেষে কবিতা।
****************************
প্রকাশ-দৈনিক মাধুকর, দৈনিক ঘাঘট, মাসিক পল্লীকথা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুরজিৎ সী ১৪/০৬/২০১৪চমৎকার লেখা!
-
মল্লিকা রায় ১৪/০৬/২০১৪ভাল লাগলো কবিতার বন্ধণ।শুভেচ্ছা জানালাম।
-
পিয়ালী দত্ত ১৩/০৬/২০১৪খুব ভাল লাগল...
-
এস,বি, (পিটুল) ১৩/০৬/২০১৪চমৎকার লিখনী আপনার
-
আবু সাহেদ সরকার ১৩/০৬/২০১৪আমার ২য় কাব্যগ্রন্থ (নদীর তীরের কন্যা/মন মিতালী) আগামী ২১শে বই মেলাতে প্রকাশ হবে, পড়ার আমন্ত্রণ।