কি করে তোকে বলবো তুই যে আমার
নিভৃত প্রাণের মানুষ তুই
আমার ভক্তি, আমার শ্রদ্ধা
শুধু তোর জন্য।
জীবনের আলোতে শুধু তোকেই
খুঁজে পাই। পূঁজার ঘরে ডালাটি সাজিয়ে রাখি,
একসাথে পূঁজা দেব বলে।
আমার সাধনা, ঘুম, জেগে থাকা
শুধু তোর জন্য।
অন্ধকারে তোর আলোয়
আলোকিত হয় আমার শয্যা,
সকাল সাঁঝে সূর্যালোকে
তোরই হাসি দেখতে পাই।
আমার আনমোনা মন
বলতে পারি না তোরে,
তুই কি বুঝতে পারিস না
আমার মনের আনাগোনা?
তবুও আঁচল দিয়ে মুখটা ঢেকে রাখিস।
মনটা শুধু ভাবে...
কি করে তোকে বলবো তুই যে আমার।
***************************
আবু সাহেদ সরকার
নির্বাহী পরিচালক,
সাহেদ কম্পিউটার সোর্স ট্রেনিং একাডেমী, ঢাকা।
আমার ভক্তি, আমার শ্রদ্ধা
শুধু তোর জন্য।
জীবনের আলোতে শুধু তোকেই
খুঁজে পাই। পূঁজার ঘরে ডালাটি সাজিয়ে রাখি,
একসাথে পূঁজা দেব বলে।
আমার সাধনা, ঘুম, জেগে থাকা
শুধু তোর জন্য।
অন্ধকারে তোর আলোয়
আলোকিত হয় আমার শয্যা,
সকাল সাঁঝে সূর্যালোকে
তোরই হাসি দেখতে পাই।
আমার আনমোনা মন
বলতে পারি না তোরে,
তুই কি বুঝতে পারিস না
আমার মনের আনাগোনা?
তবুও আঁচল দিয়ে মুখটা ঢেকে রাখিস।
মনটা শুধু ভাবে...
কি করে তোকে বলবো তুই যে আমার।
***************************
আবু সাহেদ সরকার
নির্বাহী পরিচালক,
সাহেদ কম্পিউটার সোর্স ট্রেনিং একাডেমী, ঢাকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ১৩/০৬/২০১৪চমৎকার লিখনী।
-
টি আই রাজন ১৩/০৬/২০১৪সুন্দর
-
ইব্রাহিম খলিল আমিদ ১২/০৬/২০১৪ভালো লেগেছে