তুমি হয়তো ভুলে গেছো
তুমি হয়তো ভুলে গেছো
শৈশবের কথা,
যখন দু-জন উঠনে বসে খেলতাম
মাদুর পাতিয়ে।
তুমি হয়তো ভুলে গেছো
কৈশরের কথা,
যখন দু-জন একসাথে স্কুলে যেতাম,
গান গাইতাম, আর নাচতাম।
তুমি হয়তো ভুলে গেছো
কলেজ জীবনের কথা,
যখন দু-জন মিলিত হয়েছিলাম
প্রেমের বন্ধনে।
তুমি হয়তো ভুলে গেছো
আমাদের শেষ স্মৃতির কথা,
যখন দু-জন কলকাতায় গিয়েছিলাম
তোমার বিয়ের পূর্বে হানিমনে।
শৈশবের কথা,
যখন দু-জন উঠনে বসে খেলতাম
মাদুর পাতিয়ে।
তুমি হয়তো ভুলে গেছো
কৈশরের কথা,
যখন দু-জন একসাথে স্কুলে যেতাম,
গান গাইতাম, আর নাচতাম।
তুমি হয়তো ভুলে গেছো
কলেজ জীবনের কথা,
যখন দু-জন মিলিত হয়েছিলাম
প্রেমের বন্ধনে।
তুমি হয়তো ভুলে গেছো
আমাদের শেষ স্মৃতির কথা,
যখন দু-জন কলকাতায় গিয়েছিলাম
তোমার বিয়ের পূর্বে হানিমনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুরজিৎ সী ১২/০৬/২০১৪
-
এস,বি, (পিটুল) ১০/০৬/২০১৪আমি কিন্তু ভুলিনি আপনাকে। আমার পাতায় আমন্ত্রন যানায়।
-
কবি মোঃ ইকবাল ১০/০৬/২০১৪চমৎকার একটি কাব্য পড়লাম।
খুবই সুন্দর কবিতা।