আজও তোমারই প্রতিক্ষায়
শরীরে ব্যাকুলতার আভাস
জগৎ সংসার ছেড়ে আজ আমি রিক্ত,
সূর্যের আলোতে দেখি তোমার প্রতিচ্ছবি
আবেকঘন মন তাই হয়েছে অশ্রুসিক্ত।
তুমি ছিলে নয়নের মনি, ছিল মনে আশা
তাই আজ স্মৃতিতে ভেসে উঠে ছবি,
গ্রহ থেকে গ্রহান্তরে তোমায় খুঁজি
মনের বাগানে ফুল ফুটেছে দেব তোমায় সবি।
দীর্ঘ একটি রাত্রী তোমার জন্য রেখেছি
খোঁপা বেঁধে কপালে সিঁদুর পরে ডাকবে আমায়,
মন হবে উদ্বেলিত, হবে তৃষ্ণার্ত
সাজবে রমনী হবে আমার তারই প্রতিক্ষায়।
********************************
আবু সাহেদ সরকার
পাঠকচক্র বিষয়ক সম্পাদক
গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ
ও সাধারণ সম্পাদক
পল্লীকথা সাহিত্য পরিষদ, সাঘাটা।
মঞ্চ নাট্যকার
তরঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ (তসাস) থিয়েটার, সাঘাটা উপজেলা, গাইবান্ধা।
জগৎ সংসার ছেড়ে আজ আমি রিক্ত,
সূর্যের আলোতে দেখি তোমার প্রতিচ্ছবি
আবেকঘন মন তাই হয়েছে অশ্রুসিক্ত।
তুমি ছিলে নয়নের মনি, ছিল মনে আশা
তাই আজ স্মৃতিতে ভেসে উঠে ছবি,
গ্রহ থেকে গ্রহান্তরে তোমায় খুঁজি
মনের বাগানে ফুল ফুটেছে দেব তোমায় সবি।
দীর্ঘ একটি রাত্রী তোমার জন্য রেখেছি
খোঁপা বেঁধে কপালে সিঁদুর পরে ডাকবে আমায়,
মন হবে উদ্বেলিত, হবে তৃষ্ণার্ত
সাজবে রমনী হবে আমার তারই প্রতিক্ষায়।
********************************
আবু সাহেদ সরকার
পাঠকচক্র বিষয়ক সম্পাদক
গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ
ও সাধারণ সম্পাদক
পল্লীকথা সাহিত্য পরিষদ, সাঘাটা।
মঞ্চ নাট্যকার
তরঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ (তসাস) থিয়েটার, সাঘাটা উপজেলা, গাইবান্ধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুল শুভ্র ০৯/০৬/২০১৪আরেক টু কাব্যিকতায় আসতে হবে তবে আরো ভালো লাগবে ।
-
কবি মোঃ ইকবাল ০৮/০৬/২০১৪ভাই চমৎকার।
-
এস,বি, (পিটুল) ০৮/০৬/২০১৪অবশ্যই ভালো লাগছে।
-
আবু সাহেদ সরকার ০৮/০৬/২০১৪আশাকরি আপনাদের ভাল লাগবে।