কোথায় ছিলে সে দিন (মে দিবস উপলক্ষে)
কোথায় ছিলে সে দিন?
যে দিন লাখো শ্রমিক তাদের বুকের
তাজা রক্ত ঝড়িয়েছিল রাজ পথে।
কোথায় ছিলে সে দিন?
যে দিন শ্রমিকের বিক্ষোভে ছেয়েছিল
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ওলি গলিতে।
কোথায় ছিলে সে দিন?
যে দিন ফসল কাটার কারখানার সামনে শ্রমিক সভায়
নৃসংশভাবে গুলি চালিয়ে হত্যা করা হয় শ্রমিকদের।
কোথায় ছিলে সে দিন?
যে দিন মিথ্যা মামলায় চার শ্রমিককে
ফাঁসির কাষ্টে ঝুলিয়েছিল।
কোথায় ছিলে সে দিন?
যে দিন ওই হে মার্কেটের শ্রমিকদের বিক্ষোভ
সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল।
কোথায় ছিলে সে দিন?
যে দিন অসংখ্য বিক্ষুব্ধ শ্রমিক লাল ঝান্ডা হাতে
সমাবেত হয়েছিল বিক্ষোভের সমুদ্রে।
কোথায় ছিলে সে দিন?
যে দিন রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল শ্রমিকদের
দৈনিক আট ঘন্টার কাজ।
**************************************
গত মাসের তৈরি কবিতাটি কেমন লাগলো মন্তব্যের আশাবাদী।
যে দিন লাখো শ্রমিক তাদের বুকের
তাজা রক্ত ঝড়িয়েছিল রাজ পথে।
কোথায় ছিলে সে দিন?
যে দিন শ্রমিকের বিক্ষোভে ছেয়েছিল
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ওলি গলিতে।
কোথায় ছিলে সে দিন?
যে দিন ফসল কাটার কারখানার সামনে শ্রমিক সভায়
নৃসংশভাবে গুলি চালিয়ে হত্যা করা হয় শ্রমিকদের।
কোথায় ছিলে সে দিন?
যে দিন মিথ্যা মামলায় চার শ্রমিককে
ফাঁসির কাষ্টে ঝুলিয়েছিল।
কোথায় ছিলে সে দিন?
যে দিন ওই হে মার্কেটের শ্রমিকদের বিক্ষোভ
সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল।
কোথায় ছিলে সে দিন?
যে দিন অসংখ্য বিক্ষুব্ধ শ্রমিক লাল ঝান্ডা হাতে
সমাবেত হয়েছিল বিক্ষোভের সমুদ্রে।
কোথায় ছিলে সে দিন?
যে দিন রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল শ্রমিকদের
দৈনিক আট ঘন্টার কাজ।
**************************************
গত মাসের তৈরি কবিতাটি কেমন লাগলো মন্তব্যের আশাবাদী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ জাহিদ হাসান (জনি) ১৫/০৬/২০১৪সুন্দর
-
অমর কাব্য ০৮/০৬/২০১৪দারুন লাগল
-
টি আই রাজন ০৭/০৬/২০১৪সত্যিই চমৎকার। আসলে ১ মে এলেই আমরা শ্রমিকদের কথা আলোচনা করি। কিন্তু আদ্যো কী তাদের প্রাপ্য সম্মান দিতে পারছি?
-
এস ইসলাম ০৭/০৬/২০১৪সেদিনের অনুশোচনা নয়,আগামীর আত্মদানে প্রস্তুত হোন।
-
কবি মোঃ ইকবাল ০৭/০৬/২০১৪অনেক ভালো লেগেছে ভাই।
-
আবু সাহেদ সরকার ০৭/০৬/২০১৪গত মে মাসে পত্রিকায় প্রকাশিত কবিতাটি আশাকরি আপনার ভাল লাগবে।