তুমি জোনাকি-রবি ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে
আলো ছড়ানো জোনাকি হয়ে
এসেছিলে বিশ্বজুড়ে,
সাহিত্যের অমৃত ধারা চলছে বয়ে
আজ শুধু তোমাকে ঘিরে।
অকুতোভয় সংসপ্তক হয়ে লড়েছ
আত্মত্যাগী হয়ে,
বীরপুরুষ, বিসর্জন আর ন্যায়দন্ডে তা
প্রমান এনেছো বয়ে।
গল্প, উপন্যাস আর কবিতা, সংগীতে
সাজিয়েছো সোনার দেশ,
উপমা তুমি আমাদের তরে
তোমার নেইতো রূপের শেষ।
বিশ্বকবির সম্মান নিয়ে
থাকবে সবার মাঝে,
তোমার প্রদীপশিখা জ্বলবে ভূবনে
জ্বলবে নিশি-সাঁঝে।
*****************************
আবু সাহেদ সরকার
নির্বাহী পরিচালক,
সাহেদ কম্পিউটার সোর্স ট্রেনিং একাডেমি
ও সাধারণ সম্পাদক
পল্লীকথা সাহিত্য পরিষদ সাঘাটা উপজেলা।
মঞ্চ নাট্যকার,
তসাস থিয়েটার সাঘাটা উপজেলা, গাইবান্ধা।
এসেছিলে বিশ্বজুড়ে,
সাহিত্যের অমৃত ধারা চলছে বয়ে
আজ শুধু তোমাকে ঘিরে।
অকুতোভয় সংসপ্তক হয়ে লড়েছ
আত্মত্যাগী হয়ে,
বীরপুরুষ, বিসর্জন আর ন্যায়দন্ডে তা
প্রমান এনেছো বয়ে।
গল্প, উপন্যাস আর কবিতা, সংগীতে
সাজিয়েছো সোনার দেশ,
উপমা তুমি আমাদের তরে
তোমার নেইতো রূপের শেষ।
বিশ্বকবির সম্মান নিয়ে
থাকবে সবার মাঝে,
তোমার প্রদীপশিখা জ্বলবে ভূবনে
জ্বলবে নিশি-সাঁঝে।
*****************************
আবু সাহেদ সরকার
নির্বাহী পরিচালক,
সাহেদ কম্পিউটার সোর্স ট্রেনিং একাডেমি
ও সাধারণ সম্পাদক
পল্লীকথা সাহিত্য পরিষদ সাঘাটা উপজেলা।
মঞ্চ নাট্যকার,
তসাস থিয়েটার সাঘাটা উপজেলা, গাইবান্ধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিষেক মুখার্জী ০৬/০৬/২০১৪বেশ ভাল লেখা...
-
রুমা চৌধুরী ০৬/০৬/২০১৪অসাধারণ। খুব ভাল লাগল। ভাল থাকুন। শুভেচ্ছা রইল।
-
কবি মোঃ ইকবাল ০৬/০৬/২০১৪অসম্ভব সুন্দর একটি কাব্য।