www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মায়ার বাঁধন (মা দিবস উপলক্ষে)

বাঁধন ছেড়ে যাসনে দুরে
একটু দয়া কর,
তুই ছাড়া মোর ভূবন জুড়ে
সবাই হবে পর।

তোর গর্ভেতে লালিত হয়ে
দেখেছি নিখিল ভূবন,
অশ্রু মুছিয়া দিয়াছিস মোরে
ফেলেছিস মায়ার বাঁধন।

তোর স্নিগ্ধ কোমল হাতে
তুলে দিয়েছিস অন্ন,
ক্রন্দনের ভাগী হয়েছিস তুই
তাই জীবনটা মোর ধন্য।

আর যাসনে মা বাঁধন ছেড়ে
মোরে করে পর,
ছন্নছড়া হবে মোর জীবনখানি
কাঁদবে যে অন্তর।

******************************
আবু সাহেদ সরকার
পাঠক চক্র বিষয়ক সম্পাদক
দৈনিক সমকাল সুহৃদ সমাবেশ
গাইবান্ধা জেলা।
ও সাধারণ সম্পাদক
পল্লীকথা সাহিত্য পরিষদ
সাঘাটা উপজেলা, গাইবান্ধা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এস,বি, (পিটুল) ০৫/০৬/২০১৪
    সুন্দর- হয়েছে দাদা।
    আমার পাতায় আমন্ত্রন রইলো।
  • কবি মোঃ ইকবাল ০৫/০৬/২০১৪
    অসাধারন ছন্দে মায়ের কাব্যখানা খুব সুন্দর ভাবে প্রকাশ করলেন কবিবন্ধু।
  • এফ সাকি ০৫/০৬/২০১৪
    অপূর্ব!তবে মাত্রা ছন্দের মিল হলে আরো সুন্দর হতো।যেমন,তুলে দিয়েছিস মুখে অন্ন
    এখানে মুখে বলার প্রয়োজন নেই,কারণ অন্ন মুখেই দেয়া হয়,নাকে বা কানে নয়।
  • ভালো লেগেছে দাদা
 
Quantcast