ওরা বিদ্রোহী নারী
ওরা সাম্যের খোঁজে
ওরা অধিকারের খোঁজে
ওরা প্রতিবাদী হয়ে উঠেছে
চঞ্চলা-চপলা, বিহঙ্গনা,
উল্কার ন্যায় প্রজ্জলিত
করছে তাদের অঙ্গ।
ওরা কঠোর পরিশ্রমী
ওরা আধুনিকতার ছোয়ায়
হয়েছে রাষ্ট্রনায়ক,
ওরা ঝাপিয়ে পড়ছে রণাঙ্গনে
সমঝোতায় হয়েছে শক্তিময়।
সৈনিকের মত গড়েছে ঐক্য
বিদ্রোহ করছে মাঠে নেমে,
গর্বিত তারা, জাতির প্রত্যাশা
উচু করেছে শীর,
ওরাই আবার জ্ঞানের পাহাড়
ওরাই রণ বীর।
********************************
আবু সাহেদ সরকার
পাঠকচক্র বিষয়ক সম্পাদক
গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ
ও সাধারণ সম্পাদক
পল্লীকথা সাহিত্য পরিষদ, সাঘাটা।
নাট্যকার,
তসাস থিয়েটার, সাঘাটা, গাইবান্ধা।
ওরা অধিকারের খোঁজে
ওরা প্রতিবাদী হয়ে উঠেছে
চঞ্চলা-চপলা, বিহঙ্গনা,
উল্কার ন্যায় প্রজ্জলিত
করছে তাদের অঙ্গ।
ওরা কঠোর পরিশ্রমী
ওরা আধুনিকতার ছোয়ায়
হয়েছে রাষ্ট্রনায়ক,
ওরা ঝাপিয়ে পড়ছে রণাঙ্গনে
সমঝোতায় হয়েছে শক্তিময়।
সৈনিকের মত গড়েছে ঐক্য
বিদ্রোহ করছে মাঠে নেমে,
গর্বিত তারা, জাতির প্রত্যাশা
উচু করেছে শীর,
ওরাই আবার জ্ঞানের পাহাড়
ওরাই রণ বীর।
********************************
আবু সাহেদ সরকার
পাঠকচক্র বিষয়ক সম্পাদক
গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ
ও সাধারণ সম্পাদক
পল্লীকথা সাহিত্য পরিষদ, সাঘাটা।
নাট্যকার,
তসাস থিয়েটার, সাঘাটা, গাইবান্ধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ০৪/০৬/২০১৪সত্যিই অসাধারন...
-
জোছনা ভেজা মন ০৪/০৬/২০১৪মুগ্ধ ও বিমোহীত হলাম আপনার লেখনিতে
-
জাজাফী ০৩/০৬/২০১৪ভাল লিখেছেন
-
কবি মোঃ ইকবাল ০৩/০৬/২০১৪ভাই অনবদ্য একটি চমৎকার কবিতা পড়লাম।
-
অমর কাব্য ০৩/০৬/২০১৪অনেক শ্রদ্ধা জানবেন, অাসাধারন লিখনি
-
এস,বি, (পিটুল) ০৩/০৬/২০১৪আবু সাহেদ সরকার কবিতা অনেক সুন্দর হয়োছে,,,
আপনার সাথে কি ভাবে যোগাযোগ করবো,,
আমি আপনার পাশ্বের থানায় থাকি সোনাতলাতে,
উত্তরের আশায় রইলাম। -
রুমা চৌধুরী ০৩/০৬/২০১৪ভাল লাগল। সুন্দর কবিতা।অনেক শুভেচ্ছা রইল।
-
sulie Aktir ০৩/০৬/২০১৪good
-
আবু সাহেদ সরকার ০৩/০৬/২০১৪আশাকরি আপনাদের ভাল লাগবে।