www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ওরা বিদ্রোহী নারী

ওরা সাম্যের খোঁজে
ওরা অধিকারের খোঁজে
ওরা প্রতিবাদী হয়ে উঠেছে
চঞ্চলা-চপলা, বিহঙ্গনা,
উল্কার ন্যায় প্রজ্জলিত
করছে তাদের অঙ্গ।

ওরা কঠোর পরিশ্রমী
ওরা আধুনিকতার ছোয়ায়
হয়েছে রাষ্ট্রনায়ক,
ওরা ঝাপিয়ে পড়ছে রণাঙ্গনে
সমঝোতায় হয়েছে শক্তিময়।

সৈনিকের মত গড়েছে ঐক্য
বিদ্রোহ করছে মাঠে নেমে,
গর্বিত তারা, জাতির প্রত্যাশা
উচু করেছে শীর,
ওরাই আবার জ্ঞানের পাহাড়
ওরাই রণ বীর।

********************************
আবু সাহেদ সরকার
পাঠকচক্র বিষয়ক সম্পাদক
গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ
ও সাধারণ সম্পাদক
পল্লীকথা সাহিত্য পরিষদ, সাঘাটা।
নাট্যকার,
তসাস থিয়েটার, সাঘাটা, গাইবান্ধা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পিয়ালী দত্ত ০৪/০৬/২০১৪
    সত্যিই অসাধারন...
    • আবু সাহেদ সরকার ০৫/০৬/২০১৪
      অনেক দিন পর আপনার মন্তব্য পেলাম। সত্যিই আমার ভাল লাগছে। তো... আশাকরি আমার অন্যান্য কবিতাগুলোও পড়বেন।
  • জোছনা ভেজা মন ০৪/০৬/২০১৪
    মুগ্ধ ও বিমোহীত হলাম আপনার লেখনিতে
  • জাজাফী ০৩/০৬/২০১৪
    ভাল লিখেছেন
  • কবি মোঃ ইকবাল ০৩/০৬/২০১৪
    ভাই অনবদ্য একটি চমৎকার কবিতা পড়লাম।
    • আবু সাহেদ সরকার ০৫/০৬/২০১৪
      আপনার একটি মন্তব্য আমার কবিতার ভাবকে উজ্জল করতে পারে। অনেক ধন্যবাদ।
  • অমর কাব্য ০৩/০৬/২০১৪
    অনেক শ্রদ্ধা জানবেন, অাসাধারন লিখনি
  • এস,বি, (পিটুল) ০৩/০৬/২০১৪
    আবু সাহেদ সরকার কবিতা অনেক সুন্দর হয়োছে,,,
    আপনার সাথে কি ভাবে যোগাযোগ করবো,,
    আমি আপনার পাশ্বের থানায় থাকি সোনাতলাতে,
    উত্তরের আশায় রইলাম।
    • আবু সাহেদ সরকার ০৪/০৬/২০১৪
      সোনাতলায় আমার বোনের বাড়ী। বিশুরপাড়া বাইগুনি গ্রামের ইউনুছ আলীর বড় ছেলে আঃ মমিন আমার দুলাভাই। আমি ঈদ পর্যন্ত ঢাকায় থাকবো ঈদে গিয়ে আপনার সাথে দেখা করতে পারি। আমার অন্যান্য কবিতা ও ছোট গল্প পড়তে পারেন। www.bangla-kobita.com, www.risingbd.com, www.bangladeshkhobor.com আমার নামে সার্চ করলেই পাবেন। আশাকরি আমার আমন্ত্রণ গ্রহণ করবেন।
      (বিঃদ্রঃ ১লা বৈশাখ উপলক্ষে আমার ১ম কাব্যগ্রন্থ '' লাজহীন মানবী '' প্রকাশিত হয়েছে।) পড়ার আমন্ত্রণ।
  • রুমা চৌধুরী ০৩/০৬/২০১৪
    ভাল লাগল। সুন্দর কবিতা।অনেক শুভেচ্ছা রইল।
    • আবু সাহেদ সরকার ০৫/০৬/২০১৪
      কিন্তু সুন্দর কবিতা তখনই হবে, যখন আপনাদের মত একজন বড় মাপের কবি/সাহিত্যিকদের মত লেখতে পারবো।
  • sulie Aktir ০৩/০৬/২০১৪
    good
  • আবু সাহেদ সরকার ০৩/০৬/২০১৪
    আশাকরি আপনাদের ভাল লাগবে।
 
Quantcast