আদরের দুঃখ
দুঃখ রে তুই কোথায় ছিলি
বল আমারে বল,
মোর কপালে জুটলো না সুখ
সে করেছে ছল।
কষ্টের মাঝে তুই ছিলি পাশে
সুখ যে ছিল দুরে,
আমার ভাবনা করেছিলি আপন
সে নিয়েছে কেড়ে।
আদর করে তোরেই আমি
নিয়েছিনু বুকে টেনে,
অট্টোহাসি হেসেছিলো সুখ
আমার এমন দুর্দিনে।
অন্যের প্রেমে পড়েছিলাম আমি
করেছিলাম পাওয়ার আশা,
সুখ পালালো প্রেম দেখে মোর
আদরের দুঃখ জুটলো কপালে, হলো সর্বনাশা।
******************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক
পল্লীকথা সাহিত্য পরিষদ
সদস্য
বোনারপাড়া লেখক চক্র
সাঘাটা উপজেলা শাখা, গাইবান্ধা।
বল আমারে বল,
মোর কপালে জুটলো না সুখ
সে করেছে ছল।
কষ্টের মাঝে তুই ছিলি পাশে
সুখ যে ছিল দুরে,
আমার ভাবনা করেছিলি আপন
সে নিয়েছে কেড়ে।
আদর করে তোরেই আমি
নিয়েছিনু বুকে টেনে,
অট্টোহাসি হেসেছিলো সুখ
আমার এমন দুর্দিনে।
অন্যের প্রেমে পড়েছিলাম আমি
করেছিলাম পাওয়ার আশা,
সুখ পালালো প্রেম দেখে মোর
আদরের দুঃখ জুটলো কপালে, হলো সর্বনাশা।
******************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক
পল্লীকথা সাহিত্য পরিষদ
সদস্য
বোনারপাড়া লেখক চক্র
সাঘাটা উপজেলা শাখা, গাইবান্ধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ০৩/০৬/২০১৪আবারো পড়লাম, , আমার পাতায় আমন্ত্রন রইলো।
-
শিমুল শুভ্র ০৩/০৬/২০১৪মুগ্ধ হলাম কবিতায় ।
-
রুমা চৌধুরী ০১/০৬/২০১৪খুব ভাল লাগল। শুভেচ্ছা রইল।
-
মোকসেদুল ইসলাম ০১/০৬/২০১৪বেশ সুন্দর হয়েছে
-
তাইবুল ইসলাম ৩১/০৫/২০১৪বেশ লাগল কবিতাটি
শুভেচ্ছা রইল -
জোছনা ভেজা মন ৩১/০৫/২০১৪যদি কিছু মনে না করেন একটি কাথা বলতে চাই, আপনার কবিতার বিষয়ে। ched joti chinnho gulo ki jayga moto ache dekhe neben ektu. asadharon hoyeche apnar kobita
-
কবি মোঃ ইকবাল ৩০/০৫/২০১৪চমৎকার কাব্য।
-
এস,বি, (পিটুল) ৩০/০৫/২০১৪চমৎকার
-
টি আই রাজন ৩০/০৫/২০১৪ভাইয়া, আপনার চিন্তা শক্তির এই রুপে বহিঃপ্রকাশ খুব ভাল লেগেছে।