আবু সাহেদ সরকার
আবু সাহেদ সরকার-এর ব্লগ
-
ঘাসের গায়ে লেপ্টে থাকা স্নিগ্-কোমল
জলরঙে আঁকা লুকানো স্বপ্নশিশির।
একটু স্পর্শ,
টকটকে অভিমান, উপমাহীন কান্নার ঢেউ [বিস্তারিত] -
গাইছি বেশ সত্যের গান;
সত্যের হ্যান্ডেল ধরে তবুও উঁকি দেই নির্যাতিত শরীরের পানে,
কিঞ্চিত সরল আত্মাটাকে বলাৎকার করি নির্ভয়ে।
- [বিস্তারিত] -
আমি ঘুমিয়ে পড়েছি;
হাজার বছর থেকে লালিত প্রেম নিষ্পেষিত করে দিচ্ছে
পুঁজি করা সমস্ত নিঃশ্বাস অচল পয়সা,
আমি এখনো ঘুমিয়ে! [বিস্তারিত] -
অপলক দেখেছি দুটি আঁখি;
খুলে দে শত বন্ধন, আমি একটা ছবি আঁকতে চাই
স্বজাগ দৃষ্টিতে চেয়ে ছিল তার চাহনি।
- [বিস্তারিত] -
আসছে তোমার নতুন খবর
কালযে হবে বিয়া,
করবে বরণ বরের বেশে
পাগড়ি মাথায় দিয়া। [বিস্তারিত] -
বর্বরতার যুগে এসে
গেলাম ভুলে দেশটা,
জানিনা কোন অজ্ঞ সেঁজে
লুকিয়ে রাখি ফেসটা (মুখ)। [বিস্তারিত] -
লিখছি তো বটে
যাবে কতদুর?
বাজবে তা কখন
হবে সু-মধুর। [বিস্তারিত] -
শরীরটা কাপছে ঝড়ের দাপটে
উঠবে হয়তো গা জুরে বিষন্ন জ্বর,
শীতশীত লাগছে শিরশির বাতাসে
থাকবে হয়তো স্মৃতিপটে সারা জনমভর। [বিস্তারিত] -
কত মুসলিম মরছে ধুকে
লাঞ্চনার স্বীকারে বন্দি,
তবু নাহি ছাড়ছে তাদের
বাড়ছে আরও ফন্দি। [বিস্তারিত] -
এ-কি দেখলাম দু-চোখে হায়
রক্তের পাহাড় গলছে,
মুসলিমরা আজ বড় অসহায়
আগুনে পুড়ে মরছে। [বিস্তারিত] -
স্বাধীন দেশের পতাকা উড়িয়ে
গেয়ে যাই কত গান,
তবু্ও কেন এতো তান্ডব
আগুনের লেলিহান? [বিস্তারিত] -
আমরা স্বরণ করি সবাই ২৫ তারিখ রাতটি
[বিস্তারিত] -
শূণ্য মরুর বুকে, খুঁজে ফিরি শুধুই একা
নির্বাক আমি তোমায় ভেবে,
অসহায় চিত্তে কেঁদে ফেলি মনে
দেখা হবে, হবেই হবে। [বিস্তারিত] -
আশার প্রদীপ জ্বলছে মনে
জ্বলছে নিবু নিবু,
বিক্রি করছি প্রত্যয়টুকু
ফিরবে কি তা কভু? [বিস্তারিত] -
রত্ন আমার চোখের সামনে
হাসিয়া বেড়ায় যথা,
যতনে রাখিতে পারিলামনা তাহারে
নীরবে সহিলাম ব্যাথা। [বিস্তারিত]