টাকা
টাকার উপর দুনয়াদারী,
টাকাই আনে সুন্দর সুন্দর
দালানকোটা ঘর বাড়ি।
পকেটেতে থাকলে টাকা,
বুদ্ধি গজায় ভারি পাকা।
পকেট শূণ্য, সবি শূণ্য,
শূণ্য সারা দুনিয়া।
কিছুই তখন পায়না
খুঁজে একা একা ভাবিয়া।
পকেটেতে নাইকো টাকা,
চোখে দেখে সবই ফাঁকা।
টাকার পিছে কেমন করে
ঘুরছে দেখো দুনিয়া।
টাকা দিয়ে বদলে নিচ্ছে,
আপন আপন জগৎটাকে।
এই দুনিয়ায় টাকাই হলো
সব সত্তার বড় সত্তা।
টাকা ছাড়া বেঁচে থাকার
বিকল্প আর নাই রাস্তা।
টাকাই আনে সুন্দর সুন্দর
দালানকোটা ঘর বাড়ি।
পকেটেতে থাকলে টাকা,
বুদ্ধি গজায় ভারি পাকা।
পকেট শূণ্য, সবি শূণ্য,
শূণ্য সারা দুনিয়া।
কিছুই তখন পায়না
খুঁজে একা একা ভাবিয়া।
পকেটেতে নাইকো টাকা,
চোখে দেখে সবই ফাঁকা।
টাকার পিছে কেমন করে
ঘুরছে দেখো দুনিয়া।
টাকা দিয়ে বদলে নিচ্ছে,
আপন আপন জগৎটাকে।
এই দুনিয়ায় টাকাই হলো
সব সত্তার বড় সত্তা।
টাকা ছাড়া বেঁচে থাকার
বিকল্প আর নাই রাস্তা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ধ্রুবক ২১/০৪/২০১৮আমরা সবাই অর্থ-নিবেদিত প্রাণ।
-
হুসাইন দিলাওয়ার ১৮/০৪/২০১৮বাহ...............
-
কামরুজ্জামান সাদ ১৮/০৪/২০১৮বাস্তব চিত্র তুলে ধরেছেন।
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৪/২০১৮মানুষ টাকার পাগল!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৭/০৪/২০১৮টাকাই যেন সব
টাকাই যেন বাপ।
ধন্যবাদ।