সোনালী একটা অসুখ
সোনালী একটা অসুখ এখন খুব
যে অসুখে শুয়ে থাকে লক্ষ মধুপ
সোনালী মধুপ হলুদ ঠোঁট
বাড়িয়ে দেয় খুব যাতনা
-হৃদয়পুরে রক্ত লুট
রক্তমাখা কাঁচের চুড়ি
হঠাত্ এক হলুদ শাড়ি
খুব ভিতরে ঘ্রাণ ছড়ায়
খুব আঁধারে রাত্রি ভেলায়
জোছনা দোলে জোছনা দোলে
সোনালী মধুপ বিষবিহ্বলে
গুমরে মরে অসুখ 'পরে
অতঃপরে অতঃপরে
অসুখ আমার কেবল বাড়ে
যে অসুখে শুয়ে থাকে লক্ষ মধুপ
সোনালী মধুপ হলুদ ঠোঁট
বাড়িয়ে দেয় খুব যাতনা
-হৃদয়পুরে রক্ত লুট
রক্তমাখা কাঁচের চুড়ি
হঠাত্ এক হলুদ শাড়ি
খুব ভিতরে ঘ্রাণ ছড়ায়
খুব আঁধারে রাত্রি ভেলায়
জোছনা দোলে জোছনা দোলে
সোনালী মধুপ বিষবিহ্বলে
গুমরে মরে অসুখ 'পরে
অতঃপরে অতঃপরে
অসুখ আমার কেবল বাড়ে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ২৬/০৯/২০১৩ভালো
-
ইব্রাহীম রাসেল ২৬/০৯/২০১৩--দারুণ লিখেছেন, চালিয়ে যান--
-
সুবীর কাস্মীর পেরেরা ২৬/০৯/২০১৩খুব ভাল লাগল
-
সালমান মাহফুজ ২৫/০৯/২০১৩ভাবনা চমৎকার ! কিন্তু অন্ত্যমিলগুলো স্বতঃস্ফূর্ত মনে হচ্ছে না । আমার বোধহয় অমিত্রাক্ষরে লিখলে আরো ভালো হত ।