একটা স-মেশিন দরকার
আমার মাঝে কোন জায়গা নেই
যেখানে সুখগুলো ঘুমাতে পারবে আরামে
একটি রাত।
নাকি ভিতরটা আমার বিষাক্ত,
সুখগুলো তাই ভিতর থেকে
কাফনে মোড়ানো লাশ হয়ে ফেরে।
কি জানি!
একটা 'স মেশিন' চেয়েছিলাম তার কাছে
ভিতরটায় কী আছে
দেখতে বড় সাধ জাগে --
নীল আকাশ কেন হঠাত্ কালচে হয়ে নিভে যায়
জোছনা হারায় শুয়োরের করোটির অন্ধকারে
গন্ধরাণীর হলদে বোঁটায় কেন পুঁজ জমে হলদে
হারায় কেন
শুধু হারিয়ে যায়
জমিয়ে রাখা গন্ধগুলো
স্বপ্ন স্বপ্ন ছোঁয়াগুলো
খুব আপন
আপন খুব
মানুষগুলো
কোথায় গেল
কোথায় গেল
দেখতে দেখতে হারিয়ে গেল
দেখতে দেখতে মিশে গেল
দেখতে দেখতে জমল বুকে
এত পাথর পাথর কান্না
পাহাড় পাহাড় পাথর যে এত
কিছুতে সরানো কেন যায়না
খুব অন্ধকার
খুব অসুখ
ভালো লাগে না
ভালো লাগে না।
একটা স মেশিন খুব দরকার
বুকের ভিতরটা জানা আমার
খুব দরকার।
যেখানে সুখগুলো ঘুমাতে পারবে আরামে
একটি রাত।
নাকি ভিতরটা আমার বিষাক্ত,
সুখগুলো তাই ভিতর থেকে
কাফনে মোড়ানো লাশ হয়ে ফেরে।
কি জানি!
একটা 'স মেশিন' চেয়েছিলাম তার কাছে
ভিতরটায় কী আছে
দেখতে বড় সাধ জাগে --
নীল আকাশ কেন হঠাত্ কালচে হয়ে নিভে যায়
জোছনা হারায় শুয়োরের করোটির অন্ধকারে
গন্ধরাণীর হলদে বোঁটায় কেন পুঁজ জমে হলদে
হারায় কেন
শুধু হারিয়ে যায়
জমিয়ে রাখা গন্ধগুলো
স্বপ্ন স্বপ্ন ছোঁয়াগুলো
খুব আপন
আপন খুব
মানুষগুলো
কোথায় গেল
কোথায় গেল
দেখতে দেখতে হারিয়ে গেল
দেখতে দেখতে মিশে গেল
দেখতে দেখতে জমল বুকে
এত পাথর পাথর কান্না
পাহাড় পাহাড় পাথর যে এত
কিছুতে সরানো কেন যায়না
খুব অন্ধকার
খুব অসুখ
ভালো লাগে না
ভালো লাগে না।
একটা স মেশিন খুব দরকার
বুকের ভিতরটা জানা আমার
খুব দরকার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাসেল আল মাসুদ ২৩/০৯/২০১৩অনেক ধন্যবাদ মাহমুদ নাহিদ ভাই
-
মাহমুদ নাহিদ ২৩/০৯/২০১৩ভালো লাগলো রাসেল ভাই ।
-
সহিদুল হক ২৩/০৯/২০১৩বুকের ভিতরটা জানার আকুলতা।খুব সুন্দর কবিতা।
সড়ানো > সরানো,সম্পাদনা করে নিলে ভাল হয়। -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৩/০৯/২০১৩সুন্দর
-
ইব্রাহীম রাসেল ২৩/০৯/২০১৩বিষয়ে বৈচিত্র্যতা আনলে ভালো হয়। কবিতা লেখার একটা জায়গা তো রয়েছে। আজকের কবিতা ভালো।
-
Înšigniã Āvî ২৩/০৯/২০১৩অসাধারণ