টুকরো কথন ১
রুমমেট কে নিয়ে আজ সকালবেলা এক ভয়ানক দুঃস্বপ্ন দেখলাম। ঘুম থেকে উঠে সেই স্বপ্ন তার কাছে বর্ণনার পর থেকে দেখি তার মুখ অন্ধকার হয়ে গেল।
স্বপ্নকে মানুষ গুরুত্বহীন মনে করলেও খুব যুক্তিবান মানুষও ভিতরে ভিতরে স্বপ্নকে ঠিকই সামান্য হলেও গুরুত্ব দেয়।
তো স্বপ্নে রুমমেট সোহানুর রহমানের মৃত্যু প্রক্রিয়া দেখলাম।
কেউ একজন (অবশ্যই আমি না!) তার বুকে গুলি করলো। তারপর কীভাবে সে ক্রমশ নেতিয়ে পড়লো, কীভাবে আর্তনাদ করলো, শেষ মুহূর্তে কীভাবে শ্বাস নিচ্ছিলো এইসব আরকি। ঘুম থেকে উঠেই আমার মুখে এইসব বর্ণনা শুনে তো রুমমেট থ! অবশ্য আমিও কম থ হইনি। কারণ, আমার ঘুমের মধ্যে স্বপ্নটাকে খুবই বাস্তব মনে হচ্ছিল। আমি ধরেই নিয়েছিলাম সে না ফেরার দেশে চলে গেছে। কিন্তু ঘুম থেকে উঠে চোখ মেলেই যখন দেখলাম রুমমেট মনোযোগ দিয়ে পেপার পড়ছে, তখন বেশ অবাক হলাম। স্বস্তিও পেলাম, যাক রুমমেট তাহলে বেঁচে আছে!
যাইহোক, এইটাইপের একশান ড্রিম বাস্তব না হলেই হল!
স্বপ্নকে মানুষ গুরুত্বহীন মনে করলেও খুব যুক্তিবান মানুষও ভিতরে ভিতরে স্বপ্নকে ঠিকই সামান্য হলেও গুরুত্ব দেয়।
তো স্বপ্নে রুমমেট সোহানুর রহমানের মৃত্যু প্রক্রিয়া দেখলাম।
কেউ একজন (অবশ্যই আমি না!) তার বুকে গুলি করলো। তারপর কীভাবে সে ক্রমশ নেতিয়ে পড়লো, কীভাবে আর্তনাদ করলো, শেষ মুহূর্তে কীভাবে শ্বাস নিচ্ছিলো এইসব আরকি। ঘুম থেকে উঠেই আমার মুখে এইসব বর্ণনা শুনে তো রুমমেট থ! অবশ্য আমিও কম থ হইনি। কারণ, আমার ঘুমের মধ্যে স্বপ্নটাকে খুবই বাস্তব মনে হচ্ছিল। আমি ধরেই নিয়েছিলাম সে না ফেরার দেশে চলে গেছে। কিন্তু ঘুম থেকে উঠে চোখ মেলেই যখন দেখলাম রুমমেট মনোযোগ দিয়ে পেপার পড়ছে, তখন বেশ অবাক হলাম। স্বস্তিও পেলাম, যাক রুমমেট তাহলে বেঁচে আছে!
যাইহোক, এইটাইপের একশান ড্রিম বাস্তব না হলেই হল!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৭/১১/২০১৪টুকরো কথন. ভালোই নাম দিয়েছেন।
-
রাসেল আল মাসুদ ১৭/০৯/২০১৩জাস্ট স্বপ্ন তো ভাই!
-
ওয়াহিদ ১৭/০৯/২০১৩Bepar Khana Vala Mone Hochche Na