রাজনৈতিক ভালোবাসা
- "ভালোবাসি"
- "পৃথিবীর সুপ্রাচীন মিথ্যা"
- "মিথ্যাকে দেখতে কেউ তেত্রিশতলা ছাদের কিনারে যায় না"
- "আগুনলোভী নির্বোধ পতঙ্গ ছাড়া"
- "আগুনকে আরো স্বর্গীয় করে তোলে"
- "নারকীয়, মাংশের নরককে স্বর্গ ভেবে ভুল করে"
- "মাংশের সুঘ্রাণে স্বর্গীয় ফুল ফোটায়"
- "বদ্ধ উন্মাদ, ভুল স্বর্গের ভুল বাসিন্দা"
- "শুদ্ধ নরকের সুস্থ মানুষের চেয়ে ভালো"
- "শূন্যে তোমার রাজপ্রাসাদ"
- "শূন্যে তুমি ভীষণ শূন্য"
- "তবু জোছনা-মিথ্যা নই"
- "রৌদ্র-সত্যও তো নও"
-"'ভালোবাসি' ভীষণ মিথ্যা"
-"'ভালোবাসি' খুব সত্য"
- "পৃথিবীর সুপ্রাচীন মিথ্যা"
- "মিথ্যাকে দেখতে কেউ তেত্রিশতলা ছাদের কিনারে যায় না"
- "আগুনলোভী নির্বোধ পতঙ্গ ছাড়া"
- "আগুনকে আরো স্বর্গীয় করে তোলে"
- "নারকীয়, মাংশের নরককে স্বর্গ ভেবে ভুল করে"
- "মাংশের সুঘ্রাণে স্বর্গীয় ফুল ফোটায়"
- "বদ্ধ উন্মাদ, ভুল স্বর্গের ভুল বাসিন্দা"
- "শুদ্ধ নরকের সুস্থ মানুষের চেয়ে ভালো"
- "শূন্যে তোমার রাজপ্রাসাদ"
- "শূন্যে তুমি ভীষণ শূন্য"
- "তবু জোছনা-মিথ্যা নই"
- "রৌদ্র-সত্যও তো নও"
-"'ভালোবাসি' ভীষণ মিথ্যা"
-"'ভালোবাসি' খুব সত্য"
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাসেল আল মাসুদ ১৫/০৯/২০১৩
-
সালমান মাহফুজ ১৫/০৯/২০১৩এতগুলো ডাবল্ কোট ও ড্যাস চিহ্ন ব্যবহার না করলে আরো সুন্দর হত ।
-
রাসেল আল মাসুদ ১৫/০৯/২০১৩মন্তব্যের জন্য ধন্যবাদ রোদের ছায়া। আর বাক্যগুলো আসলে বাণী এবং দুজনের কথোপকথন। তাই কোটেশন ব্যবহার করেছি।
-
রাসেল আল মাসুদ ১৫/০৯/২০১৩ধন্যবাদ, মাহমুদুল হাসান ফেরদৌস
-
রোদের ছায়া ১৫/০৯/২০১৩সহজ শব্দের কবিতা কিন্তু বুঝতে একটু কষ্ট হল। আর বাক্যগুল "_" এর মাঝে থাকায় বানী/ প্রবাদ বাক্য মনে হল ।
-
মাহমুদুল হাসান ফেরদৌস ১৫/০৯/২০১৩সুন্দর কাব্য
-
রাসেল আল মাসুদ ১৫/০৯/২০১৩ধন্যবাদ, ইনসিগনিয়া।
-
Înšigniã Āvî ১৫/০৯/২০১৩অসাধারণ....
ড্যাশ বাদ দিয়ে শুধু ডাবল কোট দেওয়ার কথা আমি ভেবেছিলাম। কিন্তু ড্যাশগুলো যুক্ত করলাম যাতে পাঠক দেখামাত্র বোঝে এটা কথোপকথন। কিন্তু ড্যাশ ডাবল কোট দুটোই বাদ দেওয়ার কথা আমি কখনো ভাবি নি।