ঈর্ষা তুমি
সিগারেটের মত নিঃশব্দে জ্বলো তুমি
নিজের মাদক গভীরে,
আর নিকোটিন ধোঁয়ায় বুঁদ হয়ে
আমি পুড়তে থাকি
ছাই হতে থাকা ফুসফুসে।
তবু বলে যাই-
ঈর্ষা তুমি যেও না চলে
তার মত,
পুড়তে দিয়ে মরতে দিয়ে
আমাকে তুমি বাঁচতে দাও।
নিজের মাদক গভীরে,
আর নিকোটিন ধোঁয়ায় বুঁদ হয়ে
আমি পুড়তে থাকি
ছাই হতে থাকা ফুসফুসে।
তবু বলে যাই-
ঈর্ষা তুমি যেও না চলে
তার মত,
পুড়তে দিয়ে মরতে দিয়ে
আমাকে তুমি বাঁচতে দাও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাসেল আল মাসুদ ১৫/০৯/২০১৩ধন্যবাদ সুজয় আচার্য্য, শুভকামনা রইল
-
সুজয় আচার্য্য ১৫/০৯/২০১৩বেশ ভাল লাগলো, ভাল থাকবেন
-
রাসেল আল মাসুদ ১৪/০৯/২০১৩গুরুত্বপূর্ণ মতামতের জন্য আপনাকে ধন্যবাদ, সাখাওয়াত্।
কবিতাটায় দুটো বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি। একটা হল- ঈর্ষা কী/কী করছে, আর একটা- আমি ঈর্ষাকে কীভাবে চাই। কবিতাটাকে আরো বড় করা যেত কিনা অথবা আরো স্মুথলি শেষ করা যেত কিনা তা জানি না। তবে এটুকু জানি, এই কবিতা চেষ্টা করলেও এর চেয়ে বেশি লিখতে পারতাম না। -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৪/০৯/২০১৩কেন জানি মনে হলো শেষ হইয়া ও হইলো না শেষ। ধন্যবাদ।
-
রাসেল আল মাসুদ ১৪/০৯/২০১৩অনেক ধন্যবাদ, ইনসিগনিয়া
-
রাসেল আল মাসুদ ১৪/০৯/২০১৩ধন্যবাদ, দাদা মুহাইমিন চৌধূরী
-
Înšigniã Āvî ১৪/০৯/২০১৩দুর্দান্ত.........
-
দাদা মুহাইমিন চৌধূরী ১৩/০৯/২০১৩সুন্দর লিখেছেন