নাম দিয়েছি জোনাকি
মেঘ বলে ডাকা যেত তোমাকে,
অথবা উচ্ছল রৌদ্র।
ঘাসের সোঁদা ঘ্রাণও পাই কখনো সখনো
শরীরে তোমার।
তুমুল চাহনিতে আকন্ঠ নিমজ্জিত হয়ে
জল ভেবে ভুল করেছি যে কতবার!
নিঃসঙ্গ খেচর হয়ে বসেছি
তোমার মায়াবী শাখায়-
তবু বৃক্ষ বলি নি।
অসহ্য ঘ্রাণে বিদ্ধ হয়ে খুব ভিতরে
নেশাময় রক্তিম হয়েছি-
তবু গোলাপ বলি নি।
বলা যেত সর্বাঙ্গ ছুঁয়ে যাওয়া বাতাস,
বলা যেত সর্বস্ব পুড়িয়ে ফেলা হুতাশ,
নিমগ্ন ঘাসফড়িং, সুউচ্চ শঙ্খচিল,
এমনকি নাম দিতে পারতাম
আমার সমগ্র পৃথিবী।
কিন্তু আজ এই সুদূর রাতে,
আঁধারের সর্বগ্রাসী স্রোত যখন মজ্জায় প্রবহমান,
বুক পকেটে যখন শুধুই একটি জোনাকি
তখন তোমাকে জোনাকি বলতে খুব ইচ্ছে করে,
ইচ্ছে করে নাম দেই তোমার
রূপটইটুম্বুর রূপালী জোনাকি।
অথবা উচ্ছল রৌদ্র।
ঘাসের সোঁদা ঘ্রাণও পাই কখনো সখনো
শরীরে তোমার।
তুমুল চাহনিতে আকন্ঠ নিমজ্জিত হয়ে
জল ভেবে ভুল করেছি যে কতবার!
নিঃসঙ্গ খেচর হয়ে বসেছি
তোমার মায়াবী শাখায়-
তবু বৃক্ষ বলি নি।
অসহ্য ঘ্রাণে বিদ্ধ হয়ে খুব ভিতরে
নেশাময় রক্তিম হয়েছি-
তবু গোলাপ বলি নি।
বলা যেত সর্বাঙ্গ ছুঁয়ে যাওয়া বাতাস,
বলা যেত সর্বস্ব পুড়িয়ে ফেলা হুতাশ,
নিমগ্ন ঘাসফড়িং, সুউচ্চ শঙ্খচিল,
এমনকি নাম দিতে পারতাম
আমার সমগ্র পৃথিবী।
কিন্তু আজ এই সুদূর রাতে,
আঁধারের সর্বগ্রাসী স্রোত যখন মজ্জায় প্রবহমান,
বুক পকেটে যখন শুধুই একটি জোনাকি
তখন তোমাকে জোনাকি বলতে খুব ইচ্ছে করে,
ইচ্ছে করে নাম দেই তোমার
রূপটইটুম্বুর রূপালী জোনাকি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাসেল আল মাসুদ ১৭/০৯/২০১৩ধন্যবাদ
-
ওয়াহিদ ১৭/০৯/২০১৩valo laglo
-
রাসেল আল মাসুদ ১৩/০৯/২০১৩ধন্যবাদ
-
দাদা মুহাইমিন চৌধূরী ১৩/০৯/২০১৩সুন্দর
-
রাসেল আল মাসুদ ১৩/০৯/২০১৩ধন্যবাদ, রোদের ছায়া।
-
রোদের ছায়া ১৩/০৯/২০১৩বাহ বেশ বেশ। ভাল লাগা রইল।
-
রাসেল আল মাসুদ ১৩/০৯/২০১৩চালিয়ে যাওয়ার চেষ্টা করবো@রাশেদ
-
রাসেল আল মাসুদ ১৩/০৯/২০১৩ধন্যবাদ পল্লব ভাই।
-
রাশেদ ১৩/০৯/২০১৩চালিয়ে যা
-
পল্লব ১৩/০৯/২০১৩চমৎকার লেখা! উপমাগুলো অনেক বেশি সুন্দর ও কাব্যিক হয়েছে।